অন্যান্য

কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর

প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স সেপ্টেম্বর ২০২২ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে নিচে আলোচনা করা হল। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য রচনাটি খুবই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো রুটের বাণিজ্যিক ফ্লাইট শুরু হয় কবে?
উত্তর: ২৭ জুলাই ২০২২।

প্রশ্ন : দেশের প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল কোথায় অবস্থিত?
উত্তর: শাহবাগ, ঢাকা।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার কে?
উত্তর : প্রণয় কুমার ভার্মা।

প্রশ্ন : দেশের প্রথম রাইস মিউজিয়াম বা ধান জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তর: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRRI), গাজীপুর।

প্রশ্ন : ২০২২ সালে কোন বাংলাদেশি বংশােদ্ভূত পুলিৎজার পুরস্কার লাভ করেন?
উত্তর: চিত্রশিল্পী ফাহমিদা আজিম। প্রথম বাংলাদেশি হিসেবে আলােকচিত্রী পনির হােসেন ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন।

আরো পড়ুন : প্রফেসর’স কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২ [পিডিএফ]

প্রশ্ন : বিশ্ব ডায়াবেটিস ফেডারেশনের প্রথম গ্লোবাল অ্যাম্বাসেডর হচ্ছেন কে?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রশ্ন : স্মার্ট বাংলাদেশ টাস্কফোর্স-এর চেয়ারপারসন কে?
উত্তর : প্রধানমন্ত্রী।

প্রশ্ন : Detailed Area Plan (DAP)-এর আয়তন কত?
উত্তর: ১,৫২৮ বর্গকিমি বা ৫৯০ বর্গমাইল।

প্রশ্ন : বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি?
উত্তর: ১০৯টি।

প্রশ্ন : ২৪ আগস্ট ২০২২ দেশের ১০৯তম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমােদন পায় কোনটি?
উত্তর: চট্টগ্রাম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনােলজি।

প্রশ্ন : বাংলাদেশ কোন দেশের সাথে Comprehensive Economic Partnership Agreement (CEPA) সাক্ষর করতে যাচ্ছে?
উত্তর : ভারত।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু হয় কবে?
উত্তর: ১ আগস্ট ২০২২।

প্রশ্ন : মার্চ ২০২২ রুশ বাহিনী ইউক্রেনের কোন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দখল করে নেয়?
উত্ত: জাপােরিঝঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র (এটি ইউরােপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র)।

প্রশ্ন : ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে ২৫ জুলাই ২০২২ কোন দেশ বাজারে স্বর্ণমুদ্রা ছাড়ে?
উত্তর: জিম্বাবুয়ে।

প্রশ্ন : বিশ্বের সর্বোচ্চ রেল সেতুর নাম কী?
উত্তর: চেনাব সেতু।

প্রশ্ন : ভারতের নতুন প্রধান বিচারপতি কে?
উত্তর : উদয় উমেশ ললিত।

আরো পড়ুন : Current Affairs August 2022 কারেন্ট অ্যাফেয়ার্স আগস্ট ২০২২

প্রশ্ন : কানাডার সুপ্রিম কোর্টে প্রথম আদিবাসী নারী বিচারক কে?
উত্তর : মিশেল ও’বনসাউইন।

প্রশ্ন : পাকিস্তানে প্রথম হিন্দুনারী সহকারী পুলিশ সুপার (DSP) কে?
উত্তর: মনীষা রুপেতা।

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) Resilience and Sustainability Trust (RST) প্রতিষ্ঠা করে কবে?
উত্তর: ১ মে ২০২২।

প্রশ্ন : বিজ্ঞানীরা প্রথমবারের মতাে তাপ প্রবাহকে কী নামকরণ করেন?
উত্তর: Zoe।

প্রশ্ন : ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি কে?
উত্তর: জগদীপ ধনকড় ।

প্রশ্ন : মির (Mir) পেমেন্ট কার্ড কোন দেশভিত্তিক?
উত্তর: রাশিয়া।

প্রশ্ন : অস্ট্রেলিয়ার প্রথম হিজাব পরিহিতা সিনেটরের নাম কী ?
উত্তর: আফগান বংশােদ্ভূত ফাতিমা পায়মান।

প্রশ্ন : ১৫ আগস্ট ২০২২ বিশ্বের প্রথম দেশ হিসেবে করােনাভাইরাস প্রতিরােধে দ্বৈতভ্যাকসিনের অনুমােদন দেয়-
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : সম্প্রতি কোন দেশ প্রথম নিষিক্ত ডিম্বাণু-শুক্রাণু ছাড়াই ভ্রুণ তৈরি করে?
উত্তর: ইসরায়েল।

প্রশ্ন : বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান Tesla’র প্রতিষ্ঠাতা কে?
উত্তর: ইলন মাস্ক।

প্রশ্ন : ৪ আগস্ট ২০২২ দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে কোন অরবিটার উৎক্ষেপণ করে?
উত্তর: দানুরি (Danuri)। .

আরো পড়ুন : সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২২ থেকে ৫০টি এমসিকিউ

প্রশ্ন : ‘কারেন্সি সােয়াপ’ বা ‘মুদ্রাবিনিময়’ কী?
উত্তর : ডলার বা অন্য কোনাে হার্ডকারেন্সিকে (প্রধান আন্তর্জাতিক মুদ্রাসমূহ) এড়িয়ে ২টি দেশ নিজ নিজ মুদ্রায় বাণিজ্য করলে সেটাকে আর্থিক পরিভাষায় বলা হয় ‘কারেন্সি সােয়াপ’ বা মুদ্ৰাবিনিময়।

প্রশ্ন : তাইওয়ান নিয়ে চীন TheTaiwan Question and China’s Reunification in the New Era শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে কবে?
উত্তর: ১০ আগস্ট ২০২২।

প্রশ্ন : ২৯ সেপ্টেম্বর ২০২২ কোন আদিবাসী নারী নভােচারী প্রথমবারের মতাে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাবেন?
উত্তর: নিকোল অনাপু মান, যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ১৩ সেপ্টেম্বর ২০২২ জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন কে?
উত্তর: কাসাবা কোরেসি (হাঙ্গেরি)।

প্রশ্ন : আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (IMF) নির্বাহী পরিষদের সদস্য কত?
উত্তর: ২৪ এবং অস্থায়ী সদস্য ১৬টি।

প্রশ্ন : ১৭তম G20 শীর্ষ সম্মেলন কবে, কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: ১৫-১৬ নভেম্বর ২০২২ : বালি, ইন্দোনেশিয়া।

আরো পড়ুন : Current Affairs July 2022 কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই ২০২২

প্রশ্ন : ২০২৩ সালে ১৮তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : জম্মু এবং কাশ্মীর, ভারত।

ক্রীড়াঙ্গন

প্রশ্ন : কাতার বিশ্বকাপ শুরু হবে কবে?
উত্তর : ২০ নভেম্বর ২০২২।

প্রশ্ন : ২০২৬ সালের ICC নারী টি-২০ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর : ইংল্যান্ড ও ওয়েলস।

প্রশ্ন : ২৬ জুলাই ২০২২ ICC কোন দেশের সদস্যপদ বাতিল করে?
উত্তর : রাশিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button