শিক্ষা

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু থেকে কিছু প্রশ্নোত্তর

বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতিতে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু থেকে কিছু প্রশ্নোত্তর

সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর:

  1. বঙ্গবন্ধু উপাধির প্রস্তাবক কে?
    • রেজাউল হক চৌধুরী মুশতাক।
  2. মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্রের নাম কী?
    • ওরা ১১ জন।
  3. ‘স্বােপার্জিত স্বাধীনতা’-এর স্থপতি কে?
    • শামীম শিকদার।
  4. পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ করা হয় কবে?
    • ৫ ডিসেম্বর ১৯৬৯।
  5. ৬৯-এর গণঅভ্যুত্থানের প্রত্যক্ষ ফলাফল কী?
    • আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার।
  6. স্বাধীন বাংলা ফুটবল দলে কতজন সদস্য ছিল?
    • ৩৬ জন।
  7. এস ফোর্সের অন্তর্ভুক্ত ছিল কোন দুটি রেজিমেন্ট?
    • ২ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
  8. যৌথ বাহিনী কবে গঠিত হয়?
    • ২১ নভেম্বর ১৯৭১।
  9. ‘সেপ্টেম্বর অন যশোর রোড’ কবিতাটি কয়টি লাইনের?
    • ১৫১ লাইন।
  10. মুক্তিযুদ্ধে ভারতীয় বাহিনীর সাথে প্রথম ঢাকায় প্রবেশ করে কোন বাহিনী?
  • কাদেরীয়া বাহিনী।
  1. স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের উল্লেখযোগ্য অনুষ্ঠানমালা কী কী?
  • চরমপত্র, রণাঙ্গন, কথিকা।
  1. মুক্তিযুদ্ধে ইস্টার্ন কমান্ডের সদর দপ্তর কোথায় ছিল?
  • কলকাতার ফোর্ট উইলিয়ামে।
  1. স্বাধীনতার পর প্রকাশিত প্রথম স্মারক ডাকটিকিটের মূল্য কত?
  • ২০ পয়সা।
  1. পাকিস্তানের সেনাবাহিনীর হাতে শহীদ দার্শনিকের নাম কী?
  • ড. জিসি দেব।
  1. চীন বাংলাদেশকে কবে স্বীকৃতি দেয়?
  • ৩১ আগস্ট ১৯৭৫।
  1. ‘বাঘা বাঙ্গালী’ চলচ্চিত্রের পরিচালক কে?
  • আনন্দ।
  1. অপরাজেয় বাংলার ভাস্কর কে?
  • সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
  1. বাংলাদেশের বুদ্ধিজীবী দিবস কবে?
  • ১৪ ডিসেম্বর।
  1. জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত?
  • ১০ : ৬।
  1. ‘মূলধারা ‘৭১’ গ্রন্থের রচয়িতা কে?
  • মঈদুল হাসান।
  1. মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কতটি ছিল?
  • ৬৪টি।
  1. ‘বিশ্বশান্তি পরিষদে’ বঙ্গবন্ধুকে কোন পদকে ভূষিত করা হয়?
  • জুলিও কুরি পদক (ঘোষণা ১০ অক্টোবর ১৯৭২)।
  1. বঙ্গবন্ধু জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন কবে?
  • ২৫ সেপ্টেম্বর ১৯৭৪।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button