বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি?

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল কোনটি? | |
ভুল | চীনা কমিউনিস্ট পার্টি |
সঠিক | ভারতীয় জনতা পার্টি |
রাজনৈতিক দল বলতে এমন একটি সংঘবদ্ধ জনসমষ্টিকে বােঝায় যারা জাতীয় ও আন্তর্জাতিক সমস্যাবলি সম্পর্কে অভিন্ন মতামত পােষণ করে। এবং সরকারি ক্ষমতা লাভের আশায় কর্মতৎপর থাকে।
সংক্ষেপে বলা যায় যে, রাজনৈতিক দল এমন একটি সুসংগঠিত জনগােষ্ঠী যারা একটি রাজনৈতিক একক হিসেবে কাজ করে এবং সরকারি ক্ষমতা লাভ করে নিজেদের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করতে প্রয়াস চালায়।
৬ এপ্রিল ১৯৮০ প্রতিষ্ঠিত ভারতীয় জনতা পার্টি (BJP)। প্রাথমিক সদস্যপদের দিক থেকে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল। BJP’র বর্তমান সদস্য সংখ্যা ১৮ কোটি। যা ভারতের মােট জনসংখ্যার ১৩.৩১%।
অন্যদিকে, ১ জুলাই ১৯২১ মাত্র ৫৩ জন সদস্য। নিয়ে যাত্রা শুরু করা চীনা কমিউনিস্ট পার্টির (CPP) বর্তমান সদস্য সংখ্যা ৯ কোটি ৫০ লাখ। যা চীনের মােট জনসংখ্যার ৬.৭৪%। চীনা কমিউনিস্ট পার্টি ভারতীয় জনতা পার্টির পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল।