আন্তর্জাতিক বিষয়াবলীসাধারণ জ্ঞান

বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই গুরুত্বপূর্ণ।

বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ২৪তম বিশ্বকাপ ফুটবলের মূল আয়োজক দেশ
উত্তর : মরক্কো, স্পেন ও পর্তুগাল ।

প্রশ্ন : ২০২৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন
উত্তর : জন ফসে ।

প্রশ্ন : ২০২৩ সালে বৈশ্বিক ক্ষুদা সূচকে সর্বনিম্ন দেশ
উত্তর : মধ্য আফ্রিকান প্ৰজাতন্ত্ৰ ৷

প্রশ্ন : আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (IOM) প্রথম নারী মহাসচিব
উত্তর : অ্যামি ই পোপ ।

প্রশ্ন : ইউরোপীয় ইউনিয়ন (EU) আমদানি করা ইস্পাত ও সিমেন্টের ওপর কার্বন ডাই-অক্সাইড নির্গমন শুল্ক আরোপ চালু হয়
উত্তর : ১ অক্টোবর ২০২৩।

প্রশ্ন : ইসরায়েল ‘অপারেশন আয়রন সোর্ডস’ নামে গাজায় নির্বিচারে হামলা চালায়
উত্তর : ৭ অক্টোবর ২০২৩ ।

প্রশ্ন : ২০২৩ সালে ১৯তম নারী হিসেবে শান্তিতে নোবেল লাভ করেন
উত্তর : নার্গিস মোহাম্মদি ।

প্রশ্ন : মালয়েশিয়ার নতুন রাজার নাম
উত্তর : ইব্রাহীম সুলতান ইস্কান্দার ।

প্রশ্ন : আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান সদস্য দেশ
উত্তর : ১২৪টি।

প্রশ্ন : আন্তর্জাতিক ক্রিকেটে টাইমড আউট হওয়া প্রথম ক্রিকেটার
উত্তর : অ্যাঞ্জেলা ম্যাথিউস ।

প্রশ্ন : ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে
উত্তর : ৫ নভেম্বর ২০২৪।

প্রশ্ন : COP28 অনুষ্ঠিত হয়
উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত

প্রশ্ন : ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের বর্তমান সদস্য
উত্তর : ১৮০টি।

প্রশ্ন : বৈশ্বিক টিকা কার্যক্রম সংস্থা কোভ্যাক্স (COVAX) কার্যক্রম বন্ধ করে দেয়
উত্তর : ৩১ ডিসেম্বর ২০২৩।

প্রশ্ন : সংযুক্ত আরব আমিরাত-কলম্বিয়া CEPA চুক্তি স্বাক্ষরিত হয়
উত্তর : ২ ডিসেম্বর ২০২৩।

প্রশ্ন : FAO’র বর্ষপঞ্জি ২০২৩ অনুযায়ী, আলু উৎপাদনে শীর্ষ দেশ
উত্তর : চীন ।

প্রশ্ন : কুয়েতের বর্তমান আমির হলো
উত্তর : শেখ মিশেল আল-আহমেদ আল সাবাহ্

প্রশ্ন : ১৭ ডিসেম্বর ২০২৩ উদ্বোধন করা বিশ্বের সবচেয়ে বড় অফিস ভবন
উত্তর : সুরাট ডায়মন্ড বোর্স ।

প্রশ্ন : বিশ্বে বর্তমানে স্বল্পোন্নত দেশ (LDC) রয়েছে
উত্তর : ৪৫টি।

প্রশ্ন : ভ্লাদিমির ইলিচ উইলিয়ানভ লেলিনের মৃত্যুর শতবর্ষ পালিত হয়
উত্তর : ২১ জানুয়ারি ২০২৪।

প্রশ্ন : বিশ্বে প্রথমবারের মতো ম্যালেরিয়ার গণ-টিকাদান কর্মসূচি শুরু হয়
উত্তর : ক্যামেরুনে ।

প্রশ্ন : তুরস্কের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে যান
উত্তর : আলপার গেজারভচি ।

প্রশ্ন : ভারতের দীর্ঘতম সমুদ্র সেতু উদ্বোধন করা হয়
উত্তর : ১২ জানুয়ারি ২০২৪।

প্রশ্ন : ‘স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন’ যে দেশের চন্দ্রযান
উত্তর : জাপান ।

প্রশ্ন : ১৩তম ক্রিকেট বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়
উত্তর : অস্ট্রেলিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button