শিক্ষা

ব্রিকস সম্মেলন ২০২২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে বড় ধরনের ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্যেই চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত গ্রেট হল অব দ্য পিপলের জায়ান্ট স্ক্রিনে (ভাচুয়ালি) ২৩ ও ২৪ জুন ২০২২ পাঁচ জাতির ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

করােনাভাইরাস মহামারির কারণে দুই বছর সম্মেলনটি ভার্চুয়ালি করা হয়েছিল। কিন্তু ২০২২ সালেও সরাসরি সম্মেলন না করে ভার্চুয়ালি করা হয়েছে।

এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদি, ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসােনারাে ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা যুক্ত হন। সম্মেলনে ব্রিকসের সম্প্রসারণের ব্যাপারে সব সদস্যরাষ্ট্র একমত হয়েছে।

২০২২-এর সম্মেলনে ব্রিকস জোটে নতুন করে যােগ দেওয়ার আবেদন করেছে ইরান। আর্জেন্টিনারও সদস্য হওয়ার আগ্রহ রয়েছে। দৃশ্যত ২০০৯ সালে গঠিত ব্রিকস একটি অর্থনৈতিক জোট। ব্রিক বাণিজ্যে সবচেয়ে বেশি ব্যয় করে চীন। বছরে ২৭ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাণিজ্য করে ব্রিকস রাষ্ট্রগুলাে। এর ৭০ শতাংশই চীনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button