শিক্ষা

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ প্রশ্নোত্তর

সাম্প্রতিক সাধারণ জ্ঞান ২০২৩ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই উপকারী হবে।

বাংলাদেশ বিষয়াবলী

প্রশ্ন : বাংলাদেশ সরকারী কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী BPSC – কিভাবে গঠিত হবে?
উত্তর : ১ জন সভাপতি এবং অন্যূন ৬ জন ও অনূর্ধ্ব ২০ সদস্যের সমন্বয়ে।

প্রশ্ন : ৯ জানুয়ারি ২০২৩ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন পণ্যকে কৃষিজাত পণ্য নির্বাচিত করার ঘোষণা দেন?
উত্তর : পাট ।

প্রশ্ন : শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : জামালপুর ।

প্রশ্ন : শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি কোথায় স্থাপিত হবে?
উত্তর : রংপুর ।

এই বিভাগ থেকে আরো পড়ুন

প্রশ্ন : মেট্রোরেল কোন মন্ত্রণালয়ের অধীন?
উত্তর : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়

প্রশ্ন : BLRI মিট চিকেন-১ (সুবর্ণ) জাতের উদ্ভাবক কোন প্রতিষ্ঠান?
উত্তর: বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট (BLRI)।

প্রশ্ন : অমর একুশে গ্রন্থমেলা ২০২৩ এর প্রতিপাদ্য কী?
উত্তর : পড়ো বই, গড়ো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।

প্রশ্ন : ১৫ জানুয়ারি ২০২৩ ‘ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’ এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
উত্তর : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি ৷

প্রশ্ন : বাংলাদেশের প্রথম মরণোত্তর কিডনি দাতা কে?
উত্তর : সারাহ ইসলাম ।

প্রশ্ন : বাংলা একাডেমি পরিচালিত প্রথম “রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : জ্যোতিপ্রকাশ দত্ত ও স্বকৃত নোমান।

প্রশ্ন : বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বর্তমান কান্ট্রি ডিরেক্টর কে?
উত্তর : আবদৌলায়ে সেক ।

প্রশ্ন : বর্তমানে বাংলাদেশের মোট ভোটার সংখ্যা কত?
উত্তর : ১১,৯০,৬১,১৫৮ জন।

প্রশ্ন: সার্টিফিকেট ইন এডুকেশন (সিইনএড) কোর্সের বর্তমান নাম কী?
উত্তর : ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড)।

প্রশ্ন : জাতীয় সংসদের প্রথম উপনেতা কে ছিলেন?
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম ।

প্রশ্ন : বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (BSPA) বিচারে গত ৬০ বছরের ইতিহাসে দেশের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হন কে?
উত্তর : সাকিব আল হাসান।

প্রশ্ন : বর্তমানে দেশে শনাক্ত হওয়া এইচআইভি রোগীর সংখ্যা কত?
উত্তর : ৯,৭০৮ জন। দেশে ১,৮২০ জন এইচআইভি রোগী মারা যায়।

প্রশ্ন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কে?
উত্তর : মন্ত্রিপরিষদ সচিব।

প্রশ্ন : জাতীয় সংসদে ‘বাংলাদেশ সরকারি কর্ম কমিশন বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ১৬ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘ওরা ৭ জন’ এর পরিচালক কে?
উত্তর : খিজির হায়াত খান

প্রশ্ন : জাতীয় সংসদে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল, ২০২৩’ পাস হয় কবে?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : চায়ের নিলাম পরিচালনাকারী প্রথম নারীর নাম কী?
উত্তর : মায়িশা রহমান ।

প্রশ্ন : বঙ্গভবন তোশাখানা জাদুঘর করে উদ্বোধন করা হয়?
উত্তর : ২৪ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : ২০২২ সালে কতজন বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন?
উত্তর : ১৫ জন ।

প্রশ্ন : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সাকার মাছকে (Suckermouth Catfish Common Pleco) করে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে?
উত্তর : ১১ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : বাংলাদেশের কতটি তৈরি পোশাক কারখানা ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিল থেকে সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে?
উত্তর : ১৮৩টি ।

আন্তর্জাতিক বিষয়াবলী

প্রশ্ন : ১ জানুয়ারি ২০২৩ কোন ৫ দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করে?
উত্তর : ইকুয়েডর, জাপান, মাল্টা, মোজাম্বিক ও সুইজারল্যান্ড।

প্রশ্ন : বিশ্বের দীর্ঘতম কাচের স্কাইওয়াক নির্মিত হচ্ছে কোথায়?
উত্তর : মহারাষ্ট্র, ভারত।

প্রশ্ন : মেক্সিকোয় প্রথম নারী প্রধান • বিচারপতির নাম কী?
উত্তর : নরমা লুসিয়া পিনা ।

প্রশ্ন : ৭১তম মিস ইউনিভার্স নির্বাচিত হন কে?
উত্তর : আর বনি গ্যাব্রিয়েল (যুক্তরাষ্ট্র)।

প্রশ্ন : লেপার্ড-২ ট্যাংক কোন দেশের তৈরি?
উত্তর : জার্মানি।

প্রশ্ন : চ্যালেঞ্জার-২ ট্যাংক কোন দেশ তৈরি করে?
উত্তর : যুক্তরাজ্য।

প্রশ্ন : রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন রুশ কমান্ডার কে?
উত্তর : চিফ অব জেনারেল স্টাফ জেনারেল ভ্যালেরি গেরাসিমভ।

প্রশ্ন : চিপ যুদ্ধ কী?
উত্তর : সাম্প্রতিক সময়ে ‘সেমিকন্ডাক্টর চিপ’ শিল্পের বাজার ধরতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা চিপ যুদ্ধ বলে পরিচিত।

প্রশ্ন : ২৫০ বছরের ইতিহাস সমৃদ্ধ ইস্তানবুলের রামি ব্যারাককে পুনঃসংস্কারের পর তৈরি করা ‘রামি লাইব্রেরি’ কবে উদ্বোধন করা হয়?
উত্তর : ২০ জানুয়ারি ২০২৩।

প্রশ্ন : ২৩ জানুয়ারি ২০২৩ ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হওয়া পঞ্চম সাবমেরিনের নাম কী?
উত্তর : আইএনএস বাগির।

প্রশ্ন : Ghostwriting কী?
উত্তর : একজনের মুখ থেকে শুনে শুনে লেখার রীতি হলো Ghostwriting । যিনি লেখেন তিনি Ghostwriter.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button