সাধারণ জ্ঞান

২০২৪ সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা ৮০টি এমসিকিউ

২০২৪ সালের বিভিন্ন পরীক্ষায় সাধারণ জ্ঞান থেকে আসা ৮০টি এমসিকিউ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। ইনশা আল্লাহ!

সাধারণ জ্ঞান থেকে আসা ৮০টি এমসিকিউ

প্রশ্ন : বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ এর পদবী কী ছিল?
ক. ক্যাপ্টেন
খ. লেফটেন্যান্ট
গ. সিপাহী
ঘ. ল্যান্সনায়েক

উত্তর : ঘ

প্রশ্ন : চিম্বুক পাহাড় কোথায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. বান্দরবান
গ. খাগড়াছড়ি
ঘ. সিলেট

উত্তর : খ

প্রশ্ন : বাংলাদেশে প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান কে?
ক. আটর্নি জেনারেল
খ. স্পীকার
গ. রাষ্ট্রপতি
ঘ. প্রধানমন্ত্রী

উত্তর : গ

প্রশ্ন : বাংলাদেশের পূর্ব সীমারেখায় অবস্থিত?
ক. ভারত
খ. মিয়ানমার
গ. নেপাল
ঘ. ভারত ও মিয়ানমার

উত্তর : ঘ

প্রশ্ন : বাংলাদেশ নিচের কোন সংস্থার সদস্য?
ক. WTO
খ. ASEAN
গ. AGOA
ঘ. OPEC

উত্তর : ক

প্রশ্ন : কোন সংস্থাটি বিদ্যুৎ উৎপাদন কিংবা বিতরণের সাথে জড়িত নয়?
ক. BPDB
খ. DESCO
গ. BJRI
ঘ. BREB

উত্তর : গ

প্রশ্ন : বাংলা সনের ৩১ দিনের মাস কয়টি?
ক. ৩ মাস
খ. ৪ মাস
গ. ৫ মাস
ঘ. ৬ মাস

উত্তর : ঘ

প্রশ্ন : ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু তাঁর ঐতিহাসিক ভাষণটি কোথায় দিয়েছিলেন?
ক. পল্টন ময়দান
খ. মানিকমিয়া এভিনিউ
গ. সোহরাওয়ার্দী উদ্যান
ঘ. কোনটিই সঠিক নয়

উত্তর : গ

প্রশ্ন : পঞ্চাশের মন্বন্তর হয়েছিল ইংরেজী কত সালে?
ক. ১৯৪৩ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৫৭ সালে

উত্তর : ক

প্রশ্ন : ‘বাওয়ালি’ কারা?
ক. বাউল সম্প্রদায়
খ. ভাওয়াল অঞ্চলের বাসিন্দা
গ. সুন্দরবনের গোলপাতা সংগ্রহকারী
ঘ. চট্টগ্রামের বলী খেলোয়ার

উত্তর : গ

প্রশ্ন : বাংলাদেশের আইন অনুযায়ী নারী ও পুরুষের বিয়ের সর্বনিম্ন বয়স কত ?
ক. ১৮ ও ২০
খ. ১৮ ও ২১
গ. ২১ ও ২৪
ঘ. ২১ ও ১৮

উত্তর : খ

প্রশ্ন : কোন ক্ষুদ্র জাতিসত্ত্বা চট্টগ্রাম অঞ্চলের বাইরে বসবাস করে?
ক. চাকমা
খ. ত্রিপুরা
গ. হাজং
ঘ. মারমা

উত্তর : গ

প্রশ্ন : বাংলাদেশের স্বাধীনতা দিবস কবে?
ক. ১৬ ডিসেম্বর
খ. ৭ মার্চ
গ. ১৭ এপ্রিল
ঘ. কোনটিই নয়

উত্তর : ঘ

প্রশ্ন : মুজিবনগর সরকারের মন্ত্রিসভায় সদস্য কত জন ছিলেন?
ক. ১০ জন
খ. ৮ জন
গ. ৬ জন
ঘ. ৪ জন

উত্তর : গ

প্রশ্ন : বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কোথায় জন্মগ্রহণ করেন?
ক. বরিশাল
খ. খুলনা
গ. ফরিদপুর
ঘ. ঢাকা

উত্তর : ক

প্রশ্ন : রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশের সহায়তায় তৈরি হচ্ছে?
ক. আমেরিকা
খ. রাশিয়া
গ. জাপান
ঘ. চীন

উত্তর : খ

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় যৌথ বাহিনী গঠিত হয়েছিল কবে?
ক. ২১ নভেম্বর, ১৯৭১
খ. ২৪ নভেম্বর ১৯৭১
গ. ০৪ ডিসেম্বর ১৯৭১
ঘ. ২৫ সেপ্টেম্বর,১৯৭১

উত্তর : ক

প্রশ্ন : স্বাধীনতা যুদ্ধে সর্বশেষ শত্রুমুক্ত জেলা কোনটি ?
ক. কুষ্টিয়া
খ. ঢাকা
গ. কুমিল্লা
ঘ. সিলেট

উত্তর : খ

প্রশ্ন : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১৯১৯ সালে
খ. ১৯২০ সালে
গ. ১৯৪৭ সালে
ঘ. ১৯৪১ সালে

উত্তর : খ

প্রশ্ন : মুক্তিযুদ্ধের সময় সমগ্র দেশকে কতটি সেক্টরে বিভক্ত করা হয়েছিল?
ক. ৯টি
খ. ১০টি
গ. ১১টি
ঘ. কোনটিই নয়।

উত্তর : গ

প্রশ্ন : মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বের জন্য কতজন বীর মুক্তিযোদ্ধাকে বীরপ্রতীক উপাধি প্রদান করা হয়েছিল?
ক. ১৭৫ জন
খ. ৪২৬ জন
গ. ৭ জন
ঘ. ৬৮ জন

উত্তর : খ

প্রশ্ন : ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থের লেখক কে?
ক. আবুল মনসুর আহমেদ
খ. তাজউদ্দিন আহমদ
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. আহসান হাবীব

উত্তর : গ

প্রশ্ন : স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?
ক. চরম পাঠ
খ. চরমপত্র
গ. সংবাদ
ঘ. বজ্রকণ্ঠ

উত্তর : খ

প্রশ্ন : মুক্তিযুদ্ধ জাদুঘর কোথায়?
ক. খুলনা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. ঢাকা

উত্তর : ঘ

প্রশ্ন : কোন বিভাগে জেলার সংখ্যা কম?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. রাজশাহী
ঘ. খুলনা

উত্তর : গ

প্রশ্ন : জাপানের পতাকার রঙ কী?
ক. সাদা ও কালো
খ. লাল ও সবুজ
গ. সাদা ও লাল
ঘ. লাল ও সবুজ

উত্তর : গ

প্রশ্ন : পারস্যের বর্তমান নাম কি?
ক. থাইল্যান্ড
খ. তুরস্ক
গ. ইরাক
ঘ. ইরান

উত্তর : ঘ

প্রশ্ন : বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য নয় কোনটি?
ক. আসাম
খ. বিহার
গ. ত্রিপুরা
ঘ. মেঘালয়

উত্তর : খ

প্রশ্ন : কোন মহাদেশ সবচেয়ে বড়?
ক. এশিয়া
খ. ইউরোপ
গ. অস্ট্রেলিয়া
ঘ. দ. আমেরিকা

উত্তর : ক

প্রশ্ন : ভারতবর্ষে ব্রিটিশ শাসনের অবসান হয় কত সালে?
ক. ১৯৬৭ সালে
খ. ১৯৭১ সালে
গ. ১৯৫২ সালে
ঘ. ১৯৪৭ সালে

উত্তর : ঘ

প্রশ্ন : সুয়েজ খাল কোথায় অবস্থিত ?
ক. মিশর
খ. ইরাক
গ. ইরান
ঘ. কোনটিই নয়

উত্তর : ক

প্রশ্ন : কোন দেশের সমুদ্র বন্দর নেই?
ক. পাকিস্তান
খ. আফগানিস্তান
গ. তুরস্ক
ঘ. ভারত

উত্তর : খ

প্রশ্ন : স্পেনের রাজধানীর নাম কী?
ক. সোফিয়া
খ. হেলসিংকি
গ. বেলগ্রেড
ঘ. মাদ্রিদ

উত্তর : ঘ

প্রশ্ন : জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা?
ক. ১০
খ. ৫
গ. ৪
ঘ. ১৫

উত্তর : খ

প্রশ্ন : কোন দেশকে হিমালয় কন্যা বলা হয়?
ক. নেপাল
খ. ভুটান
গ. চীন
ঘ. ভারত

উত্তর : ক

প্রশ্ন : কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
ক. ইসলাম খান
খ. রাজা মানসিংহ
গ. মীর জুমলা
ঘ. শায়েস্তা খান

উত্তর : ঘ

প্রশ্ন : বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজ বিশিষ্ট?
ক. আশি
খ. একাশি
গ. ষাট
ঘ. চৌষট্টি

উত্তর : খ

প্রশ্ন : কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কি?
ক. বুশ হাউজ
খ. মার্লবরো হাউজ
গ. ওরিয়েন্ট হাউজ
ঘ. অপেরা হাউজ

উত্তর : খ

প্রশ্ন : ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়?
ক. ১৯৩০
খ. ১৯৩১
গ. ১৯২৯
ঘ. ১৯৩৩

উত্তর : ক

প্রশ্ন : ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
ক. বংশী
খ. শীতলক্ষ্যা
গ. ধরলা
ঘ. বুড়িগঙ্গা

উত্তর : ঘ

প্রশ্ন : ওন কোন দেশের মুদ্রার নাম?
ক. ম্যাকাউ
খ. দক্ষিণ কোরিয়া
গ. লাওস
ঘ. ভিয়েতনাম

উত্তর : খ

প্রশ্ন : ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে?
ক. ৩০ মে, ২০১৮
খ. ৭ই মার্চ, ২০১৭
গ. ৩০ অক্টোবর, ২০১৭
ঘ. ৩০ মার্চ, ২০২১

উত্তর : গ

প্রশ্ন : Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?
ক. চীন
খ. কানাডা
গ. যুক্তরাষ্ট্র
ঘ. যুক্তরাজ্য

উত্তর : গ

প্রশ্ন : কোনটি নবায়নযোগ্য সম্পদ?
ক. চুনাপাথর
খ. সমুদ্রের স্রোত
গ. প্রাকৃতিক গ্যাস
ঘ. কয়লা

উত্তর : খ

প্রশ্ন : বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কি ?
ক. কর্ণফুলী
খ. হালদা
গ. মহানন্দা
ঘ. গোমতী

উত্তর : খ

প্রশ্ন : COP- ২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
ক. বাহরাইন
খ. যুক্তরাষ্ট্র
গ. সংযুক্ত আরব আমিরাত
ঘ. যুক্তরাজ্য

উত্তর : গ

প্রশ্ন : জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
ক. ১৯৭৯ সালে
খ. ১৯৮২ সালে
গ. ১৯৮৩ সালে
ঘ. ১৯৯৮ সালে

উত্তর : খ

প্রশ্ন : তাপ মাপা হয় কি দ্বারা?
ক. থার্মোমিটার
খ. ব্যারোমিটার
গ. ক্যালরিমিটার
ঘ. ম্যানোমিটার

উত্তর : গ

প্রশ্ন : কোন বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রী বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কি বলে?
ক. তাপধারণ ক্ষমতা
খ. আপেক্ষিক তাপ
গ. পানিসম
ঘ. এনট্রপি

উত্তর : খ

প্রশ্ন : পেট্রোল ইঞ্জিনের Thermodynamic cycle এর নাম কি?
ক. অটো সাইকেল
খ. জুল সাইকেল
গ. রংয়াংকিন সাইকেল
ঘ. স্টাররিং সাইকেল

উত্তর : ক

প্রশ্ন : ডিজেল ইঞ্জিনের Suction Stroke প্রবেশ করে-
ক. Air & Fuel
খ. Only Air
গ. Only Fuel
ঘ. None of these

উত্তর : খ

প্রশ্ন : কার্বুরেটর কোন ইঞ্জিনের ব্যবহার করা হয়?
ক. পেট্রোল
খ. ডিজেল
গ. গ্যাস
ঘ. স্টীম

উত্তর : ক

প্রশ্ন : রেফ্রিজারেশন কোন সাইকেল অনুসারে কাজ করে?
ক. রিভার্স কার্নোট সাইকেল
খ. কার্নোট সাইকেল
গ. জুল সাইকেল
ঘ. এরিসন সাইকেল

উত্তর : গ

প্রশ্ন : ভরসংখ্যা বলতে নিউক্লিয়াসে অবস্থিত কিসের সংখ্যা বুঝায়?
ক. ইলেকট্রন ও প্রোটন
খ. প্রোটন ও নিউট্রন
গ. নিউট্রন ও ইলেকটন
ঘ. ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন

উত্তর : খ

প্রশ্ন : পরমাণুর সবচেয়ে হালকা কণিকা?
ক. নিউট্রন
খ. ইলেকট্রন
গ. প্রোটন
ঘ. সবগুলোর ওজন সমান

উত্তর : খ

প্রশ্ন : বিদ্যুৎ প্রবাহ মাপার যন্ত্রের নাম কি?
ক. ব্যারোমিটার
খ. ম্যানোমিটার
গ. অ্যামিটার
ঘ. ফেদোমিটার

উত্তর : গ

প্রশ্ন : সৌর জগতে সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ কোনটি?
ক. মঙ্গল
খ. শনি
গ. নেপচুন
ঘ. ইউরেনাস

উত্তর : গ

প্রশ্ন : স্টেইনলেস স্টীল নিম্নের কোনটির অ্যালয়-
ক. আয়রন, ক্রোমিয়াম এবং নিকেল
খ. আয়রন ও নিকেল
গ. আয়রন, নিকেল ও মলিবডেনাম
ঘ. আয়রন, ক্রোনিয়াম ও মলিবডেনাম

উত্তর : ক

প্রশ্ন : ট্রানজিস্টর মূলত কি হিসাবে ব্যবহৃত হয়?
ক. অ্যামপ্লিফায়ার
খ. রেক্টিফায়ার
গ. অসিলেটর
ঘ. ভোল্টেজ রেগুলেটর

উত্তর : ক

প্রশ্ন : ‘বান্দা আচেহ’ কোথায় অবস্থিত?
ক. ইন্দোনেশিয়া
খ. থাইল্যান্ড
গ. ফিলিপাইন
ঘ. কম্বোডিয়া

উত্তর : ক

প্রশ্ন : মুজিবনগর সরকারের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন?
ক. ক্যাপ্টেন এম. মনসুর আলী
খ. তাজউদ্দিন আহমদ
গ. এ.এইচ.এম. কামারুজ্জামান
ঘ. সৈয়দ নজরুল ইসলাম

উত্তর : গ

প্রশ্ন : ডাউকি ফন্ট বরাবর একটি প্রচন্ড ভূমিকম্পের পর বাংলাদেশের কোন নদী এর গতিপথ পরিবর্তন করে?
ক. ব্ৰহ্মপুত্ৰ নদ
খ. পদ্মা নদী
গ. কর্ণফুলী নদী।
ঘ. মেঘনা নদী

উত্তর : ক

প্রশ্ন : ‘হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান’ কার লেখা?
ক. সুনীল গঙ্গোপাধ্যায়
খ. শামসুর রাহমান
গ. শক্তি চট্টোপাধ্যায়
ঘ. জয় গোস্বামী

উত্তর : গ

প্রশ্ন : ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক কে ছিলেন?
ক. রামরাম বসু
খ. হরপ্রসাদ শাস্ত্রী
গ. দেবেন্দ্রনাথ ঠাকুর
ঘ. অক্ষয়কুমার দত্ত

উত্তর : ক

প্রশ্ন : ‘গণহত্যা যাদুঘর’ কোথায় অবস্থিত?
ক. ঢাকা
খ. চট্টগ্রাম
গ. কুমিল্লা
ঘ. খুলনা

উত্তর : ঘ

প্রশ্ন : চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন?
ক. দ্বিতীয় চন্দ্রগুপ্ত
খ. সমুদ্রগুপ্ত
গ. চন্দ্রগুপ্ত মৌর্য
ঘ. কোনোটিই নয়

উত্তর : গ

প্রশ্ন : রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম কি ?
ক. বিজয়স্তম্ভ
খ. বিজয়কেতন
গ. রক্তসোপান
ঘ. স্বাধীনতা সোপান

উত্তর : গ

প্রশ্ন : কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি ?
ক. পদ্মগোখরা
খ. পদ্মপুরাণ
গ. পদ্মাবতী
ঘ. পদ্মরাগ

উত্তর : ক

প্রশ্ন : Sustainable Development Goals (SDGs) এর উদ্ভাবক প্রতিষ্ঠান-
ক. UNDP
খ. UN
গ. WB
ঘ. IMF

উত্তর : খ

প্রশ্ন : কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত?
ক. জলবায়ু
খ. অভিবাসন
গ. সুশাসন
ঘ. মানবাধিকার

উত্তর : ক

প্রশ্ন : গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র কোনটি?
ক. ব্যারোমিটার
খ. ন্যানোমিটার
গ. ম্যানোমিটার
ঘ. হাইড্রোমিটার

উত্তর : গ

প্রশ্ন : অনুপাতের একক কি?
ক. মিটার
খ. ইঞ্চি
গ. কেজি
ঘ. কোনটিই নয়

উত্তর : ঘ

প্রশ্ন : আন্তর্জাতিক আদালতের সদরদপ্তর কোথায় অবস্থিত?
ক. বন
খ.ঢাকা
গ. হেগ
ঘ. কলকাতা

উত্তর : গ

প্রশ্ন : আবু গারিব কী?
ক. একটা যাদুঘর
খ. একটা জেলখানা
গ. একটা সমাধিস্থল
ঘ. বিখ্যাত দার্শনিক

উত্তর : খ

প্রশ্ন : টপ্পা এক ধরনের-
ক. নাচের মুদ্রা
খ. গান
গ. খেলা
ঘ. বাদ্যযন্ত্র

উত্তর : খ

প্রশ্ন : কোনটি যমুনার উপনদী?
ক. খোলাই
গ. বংশী
খ. তিস্তা
ঘ. ধরলা

উত্তর : খ

প্রশ্ন : কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড আছে?
ক. মিশর
খ. সুদান
গ. ইসরাইল
ঘ. লিবিয়া

উত্তর : ক

প্রশ্ন : Black Lives Matter কি?
ক. একটি পানীয়
খ. বর্ণবাদ বিরোধী আন্দোলন
গ. একটি গ্রন্থ
ঘ. একটি NGO

উত্তর : খ

প্রশ্ন : ‘নিজেকে জানো’ উক্তিটি কার?
ক. সক্রেটিস
খ. পিথাগোরাস
গ. গৌতম বুদ্ধ
ঘ. প্লেটো

উত্তর : ক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button