শিক্ষা

পৃথিবীতে পাহাড়-পর্বতের সৃষ্টি কীভাবে হল?

 

সৃষ্টির শুরুতে অতি উত্তপ্ত গ্যাসের পিণ্ড ছিল এই পৃথিবী। কালের বিবর্তনে পৃথিবীতে পানি ও স্থলের উদ্ভব হল। কিন্তু পৃথিবীর উপরটা শীতল হলেও পৃথিবীর ভেতরটা পুরোপুরি ভাবে ঠান্ডা হতে পারল না। 

গরম বাষ্প ওপর দিকে উঠতে চাইল । আর স্বভাবতই পৃথিভীর অভ্যন্তরে অতি উত্তপ্ত গ্যাস বাইরে বেরিয়ে আসার সময় প্রচন্ড ধাক্কা দিল পৃথিবীর স্থলভাগে। আর যার ফলে স্থানে স্থানে উঁচু হয়ে গেল। 

এই উঁচু স্থানগুলো পরিণত হল পর্বতে। আবার কখনও পৃথিবীর ত্বকের ভাঙাগড়ার ফলেও পর্বতের সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞদের ধারণা । কোথাও এইসব রুক্ষ পাহাড় পর্বত দিয়ে পূর্ণ ছিল পৃথিবীর উপরিভাগ ।

কোথাও পৃথিবীর পৃষ্ঠদেশ ক্ষয়ে ক্ষয়েও ছোটখাট পর্বতের সৃষ্টি হয়েছে। তবে সাধারণ তথ্য হলো, পৃথিবীর অভ্যন্তরের বহির্মুখী গ্যাসের অকল্পনীয় প্রচন্ড ধাক্কায় স্থলভাগ বিদীর্ণ হয়েই বেশিরভাগ পাহাড়-পর্বতের সৃষ্টি হয়েছে ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button