আন্তর্জাতিক বিষয়াবলী

ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এর টুুকটাকি

ফিফা নারী বিশ্বকাপ ২০২৩ এর টুুকটাকি বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

আয়োজন নবম
স্বাগতিক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
সময় ২০ জুলাই-২০ আগস্ট ২০২৩
দল ৩২
ভেন্যু ১০
মোট ম্যাচ ৬৪টি
মোট গোল ১৬৪টি
চ্যাম্পিয়ন স্পেন
রানার্স আপ ইংল্যান্ড

কার কী পুরস্কার

সেরা খেলোয়াড়

গোল্ডেন বল আইতানা বোনমাতি স্পেন
সিলভার বল হেনিফার হেরমোসো স্পেন
ব্রোঞ্জ বল আমান্দা ইলেসটেড সুইডেন

সর্বোচ্চ গোলদাতা

গোল্ডেন বুট হিনাতা মিয়াজাওয়া, জাপান; ৫ গোল, ১ অ্যাসিস্ট
সিলভার বুট কাদিদিয়াতু দিয়ানি, ফ্রান্স; ৪ গোল, ৩ অ্যাসিস্ট
ব্রোঞ্জ বুট আলেকসান্দ্রা পপ, জার্মানি; ৪ গোল
  • সেরা গোলরক্ষক : মেরি ইয়াপস, ইংল্যান্ড
  • সেরা তরুণ খেলোয়াড় : সালমা পারালুয়েলো, স্পেন
  • ফেয়ার প্লে ট্রফি : জাপান

এক বছরে চতুর্থ ট্রফি

১৬ আগস্ট ২০২৩ গ্রিসের এথেন্সে প্রথমবার উয়েফা সুপার কাপে অংশ নিয়ে টাইব্রেকারে ৫- ৪ গোলে সেভিয়াকে হারিয়ে শিরোপা লাভ করে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। কোচ হিসেবে ৪ বার সুপার কাপে অংশ নিয়ে প্রতিবারই শিরোপার স্বাদ পান পেপ গার্দিওলা।

২০০৯ ও ২০১১ সালে বার্সেলোনার কোচ হিসেবে এবং ২০১৩ সালে বায়ার্ন মিউনিখের দায়িত্বে ট্রফি জিতেন এই স্প্যানিয়ার্ড। নতুন মৌসুমের শুরুতে প্রতিবার আগের মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের শিরোপার লড়াই। যা সুপার কাপ নামে পরিচিত। সিটি গত মৌসুমে প্রথমবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পায়। এবার সুপারকাপে প্রথমবার অংশ নিয়েই পেল শিরোপার স্বাদ । গত মৌসুমে ট্রেবল জয়ী সিটির এই বছরে চতুর্থ শিরোপা এটি ।

রেকর্ডময় বিশ্বকাপ

  • এবারই ৩২ দল নিয়ে বিশ্বকাপ আয়োজন ।
  • প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয় স্পেন । আর জার্মানির পর দ্বিতীয় দেশ হিসেবে ফুটবল বিশ্বকাপে নারী-পুরুষ উভয় দলই চ্যাম্পিয়ন হয় ।
  • প্রথমবারের মতো রানার্স আপ হয় ইংল্যান্ড ।
  • ২৫ জুলাই ২০২৩ অনুষ্ঠিত নারী বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে কলম্বিয়ার জয়ে ১৮ বছর বয়সি লিন্দা কাইসেদো একই বছরে ৩ বিশ্বকাপে গোল করার রেকর্ড করেন। এর আগে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গোল করেন।
  • দক্ষিণ কোরিয়া-কলম্বিয়া ম্যাচে সর্বকনিষ্ঠ নারী ফুটবলার হিসেবে রেকর্ড গড়েন দক্ষিণ কোরিয়ার কেসি ফেইর। কলম্বিয়ার বিপক্ষে বদলি হিসেবে মাঠে নামার দিন তার বয়স ছিল ১৬ বছর ২৬ দিন ।
  • প্রথম ব্রাজিলিয়ান নারী হিসেবে বিশ্বকাপ অভিষেকে হ্যাটট্রিক করেন আরি বোর্জেস। বোর্ডেসের হ্যাটট্রিকটি নারী বিশ্বকাপ ইতিহাসে ২৫তম আর এবারের বিশ্বকাপে প্রথম । .

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা

১৭ মার্তা (ব্রাজিল)
১৪  বিরজিত প্রিনৎস (জার্মানি)
১৪ অ্যাবি ওয়ামব্যাখ (যুক্তরাষ্ট্র)

মেসির অপরাজিত ৪৪

২০ আগস্ট ২০২৩ লিগস কাপের ফাইনালে ন্যাশভিলেকে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে হারায় যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামি। ক্লাবটির প্রথম শিরোপা জয়ের সাথে আরেক রেকর্ড ছুয়ে ফেলেন ফুটবল, জাদুকর লিওনেল মেসি। সর্বাধিক শিরোপাজয়ী খেলোয়াড় এখন মেসি। পরিসংখ্যানে মেসির শিরোপা-

সর্বাধিক শিরোপাজয়ী

খেলোয়াড় দেশ ট্রফি
মেসি আর্জেন্টিনা ৪৪
দানি আলভেজ ব্রাজিল ৪৩
ইনিয়েস্তা স্পেন ৩৯

যেভাবে ৪৪ ট্রফি

বার্সা ৩৫
আর্জেন্টিনা
পিএসজি
মায়ামি

মায়ামির সর্বকালের সেরা গোলদাতা

গোল ম্যাচ খেলোয়াড় দেশ
২৯ ৭০ হিগুয়েইন আর্জেন্টিনা
১৬ ৫৩ ক্যাম্পানা ইকুয়েডর
১০ মেসি আর্জেন্টিনা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button