প্রশ্ন ও উত্তর

বাংলাদেশ স্কাউটস প্রতিষ্ঠিত হয় কবে?

বাংলাদেশ স্কাউটস প্রতিষ্ঠিত হয় কবে?
ভুল ১৯৭৮ সালে সঠিক ১৯৭২ সালে

বাংলাদেশ স্কাউটস বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। স্কাউটিং-এর মূল লক্ষ্য হচ্ছে শিশু, কিশােরকিশােরীদের শারীরিক, মানসিক, নৈতিক, বুদ্ধিবৃত্তিক এবং সামাজিক গুণাবলি উন্নয়নের মাধ্যমে তাদেরকে পরিবার, সমাজ, দেশ তথা বিশ্বের সুনাগরিক হিসেবে গড়ে তােলা।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট লর্ড ব্যাডেন পাওয়েল ১ আগস্ট ১৯০৭ ইংল্যান্ডের ব্রাউন্সি দ্বীপের পােলহারবারে প্রথম পরীক্ষামূলকভাবে ২০ জন বালক নিয়ে স্কাউটিং শুরু করেন।

পূর্ববঙ্গে ১৯১৪ সালে সেন্ট গ্রেগরিজ স্কুলে সর্বপ্রথম স্কাউটিং শুরু হয়। ২২ মে ১৯৪৮ স্কাউটার সলিমুল্লাহ ফাহমীর নেতৃত্বে ঢাকায় গঠিত হয় ইস্ট বেঙ্গল স্কাউট এসােসিয়েশন।

এই বিভাগ থেকে আরো পড়ুন

স্বাধীনতার পর ৮ এপ্রিল ১৯৭২ বাংলাদেশের স্কাউট নেতৃবৃন্দ ঢাকায় মিলিত হয়ে বাংলাদেশ স্কাউট সমিতি গঠন করেন। একই বছরের ৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে উক্ত সমিতি সরকারি স্বীকৃতি লাভ করে। ১ জুন ১৯৭৪ বাংলাদেশ স্কাউট সমিতি বিশ্ব। স্কাউট সংস্থার (WOSM) ১০৫তম সদস্যপদ লাভ করে।

১৮ জুন ১৯৭৮ পঞ্চম জাতীয় কাউন্সিল সভায় সমিতির নাম বদলে রাখা হয় বাংলাদেশ স্কাউটস। মেয়েদের সুযােগ দেওয়ার লক্ষ্যে জাতীয় কাউন্সিল ২৪ মার্চ ১৯৯৪ একাদশ সভায় বিশ্ব স্কাউট সংস্থার অনুমােদনক্রমে গার্ল-ইন-স্কাউটিং চালু করে।

বাংলাদেশ স্কাউটসের সর্বোচ্চ নীতি নির্ধারণী পরিষদ হচ্ছে জাতীয় স্কাউট কাউন্সিল। বাংলাদেশের রাষ্ট্রপতি ও চিফ স্কাউট এ কাউন্সিলের প্রধান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button