প্রশ্ন সমাধান

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা বিভিন্ন প্রতিযোগিতামুলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি খুবই সহায়ক হবে। এ বিষয়ে কোন মন্তব্য থাকলে অবশ্যই জানাবেন।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান বাংলা অংশ

১. ব্রেইল পদ্ধতি ব্যবহার করে—
উত্তর : দৃষ্টি প্রতিবন্ধীরা

২. বাংলা কার-বর্ণের সংখ্যা কতটি?
উত্তর : ১০।

৩. যে সমাসে পূর্বপদ ও পরপদের কোনটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বোঝায় তাকে কোন সমাস বলে
উত্তর : বহুব্রীহি সমাস ।

৪. নিচের কোনটি বিসর্গ ‘ও’ হয়ে গেছে?
উত্তর : তিরোধান।

৫. অর্থের সংগতি রাখার জন্য উক্তি পরিবর্তনের সময়ে কোন পদের পরিবর্তন প্রয়োজন হয়?
উত্তর : সর্বনাম।

৬. ‘আসাদের শার্ট’ কবিতার রচয়িতা কে?
উত্তর : শামসুর রাহমান ।

৭. ‘গীতাঞ্জলি’ কাব্যগ্রন্থটি কার লেখা?
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

৮. ‘জয় বাংলা বাংলার জয়’ গানটির গীতিকার কে?
উত্তর : গাজী মাজহারুল আনোয়ার ।

৯. জসীম উদ্দীন রচিত ‘নিমন্ত্রণ’ কবিতাটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তর : ধানক্ষেত ।

১০. ‘কারাগারের রোজনামচা’ গ্রন্থটির রচয়িতা কে?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান ইংরেজি অংশ

১১. He is — European.
উত্তর : a.

১২. ‘Swimming is a good exercise ‘ here. ‘Swimming’ is-
উত্তর : Gerund ।

১৩. The old man died — cancer
উত্তর : of ।

১৪. He ran fast lest he – miss the bus.
উত্তর : should ।

১৫. Which of the following is the synonym of ‘Benefit′?
উত্তর : Favour

১৬. Choose the correctly spelt word ?
উত্তর : Surveillance

১৭. It has been raining — Monday last.
উত্তর : since ।

১৮. We all should stand — our decision
উত্তর : by

১৯. Which is the passive form the sentence ‘Panic seized the matter
উত্তর : The writer was seized with panic!

২০. Which of the following word is singular ?
উত্তর : Physics

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান গণিত অংশ

২১. x – y = 2p এবং px + qy = p2 + q2 হলে (x, y) = কত?
উত্তর : (p + q, q – p)

২২. সোমা ও অলকের বর্তমান বয়স ৩৫ এবং ২৫ বছর । ১০ বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল?
উত্তর : ৫ : ৩।

২৩. X অক্ষরেখা থেকে (৫, ৬) বিন্দুটি কত একক দূরে অবস্থিত?
উত্তর : ৬।

২৪. ২টি সংখ্যার যোগফল ৭৫ এবং একটি অপরটির ৪ গুণ সংখ্যাটি কত?
উত্তর : ৬০ ।

২৫. কোন প্রকৃত ভগ্নাংশের লব ও হরের যোগফল ১৪ এবং বিয়োগফল ৮ হলে ভগ্নাংশটি নিচের কোনটি?
উত্তর : ৩/১১।

২৬. নিচের কোনটি সরলরেখার সমীকরণ নির্দেশ করে?
উত্তর : x + 2y + 5 = 0 ।

২৭. কোন শহরের বর্তমান জনসংখ্যা ১০ লক্ষ। এ শহরের জনসংখ্যার বৃদ্ধির হার প্রতি হাজারে ৩০ জন । ৩ বছর পরে জনসংখ্যা কত হবে?
উত্তর : ১০,৯২,৭২৭ জন ।

২৮. মিজান ৮% মুনাফায় ১০,০০০ টাকা ঋণ নিয়ে x বছর পর ১২,৪০০ পরিশোধ করেন। x এর মান কত?
উত্তর : ৩ বছর ।

২৯. একটি আয়তাকার পার্কের ক্ষেত্রফল ১০ একর এবং এর দৈর্ঘ্য প্রস্থের তিনগুণ। পার্কের বাইরে চারদিকে ২ মিটার প্রস্থের একটি রাস্তা আছে। পার্কের পরিসীমার সমান ক্ষেত্রফলবিশিষ্ট একটি বর্গাকার পুকুরের গভীরতা ২ মিটার হলে পুকুরের পানি পরিমাণ কত?
ক) ১৮৫৮২০০
খ) ১৮৫৮২৪০
গ) ১৭৫৮২৪০
ঘ) ২০৫৮০০
[Note : সঠিক উত্তর হবে ১৮৫৮৩১২।

৩০. একটি কলম ৩০ টাকায় ক্রয় করে ২০% ক্ষতিতে বিক্রয় করলে কলমটির বিক্রয়মূল্য কত?
উত্তর : ২৪।

বাণিজ্য মন্ত্রণালয় এর অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান সাধারণ জ্ঞান অংশ

৩১. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ কোনটি?
উত্তর : বাংলাদেশ ।

৩২. কোন সমুদ্র সৈকতকে বাংলাদেশের সাগর কন্যা বলা হয়?
উত্তর : কুয়াকাটা ।

৩৩. কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়?
উত্তর : সুন্দরবন।

৩৪. কোন নারী মুক্তিযোদ্ধা সর্বপ্রথম বীর প্রতীক খেতাব পান—
উত্তর : ক্যাপ্টেন সেতারা বেগম ।

৩৫. বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি প্রদানকারী প্রথম দেশের নাম—
উত্তর : ভুটান ।

৩৬. আয়তনের দিক থেকে বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
ক) এশিয়া
খ) আফ্রিকা
গ) অস্ট্রেলিয়া
ঘ) আমেরিকা
[Note: বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া । ওশেনিয়ার সর্ববৃহৎ দেশ অস্ট্রেলিয়া।]

৩৭. লেবাননের রাজধানীর নাম কি?
উত্তর : বৈরুত।

৩৮. বিশ্ব বাণিজ্য সংস্থা এর সদর দপ্তর কোথায়?
উত্তর : জেনেভা ৷

৩৯. আন্তর্জাতিক শ্রম সংস্থার সংক্ষিপ্ত রূপ কোনটি?
উত্তর : ILO

৪০. কোন ভাষায় মানুষ সবচেয়ে বেশি কথা বলে?
উত্তর : মান্দারিন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button