শিক্ষা

বিমানবন্দর , ড্রিমলাইনার , উড়োজাহাজ এবং সমুদ্রগামী নৌযান সম্পর্কিত ১০টি গুরুত্ত্বপূর্ণ প্রশ্ন

বিমানবন্দর , ড্রিমলাইনার , উড়োজাহাজ এবং সমুদ্রগামী সম্পর্কিত গুরুত্বপূর্ণ ১০টি তথ্য দেওয়া হলো।আশা করছি লেখাটি আপনাদের সহায়ক হবে।

১।বাংলাদেশ বিমানে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হয়– ১৯৭২ সালে।

২।বাংলাদেশে বর্তমানে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে–৩টি।

৩।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে ড্রিমলাইনার সংখ্যা – ০৬ টি।

৪।সর্বশেষ ড্রিমলাইনার – ‘ অচিন পাখি ‘ (৬ ষ্ঠ) এবং ‘ সোনার তরী’ (৫ ম)।

৫।মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আনা নতুন বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার ‘ অচিন পাখি ‘ বাংলাদেশে পৌছায় – বিগত ২৪ / ১২ / ২০১৯ ইং তারিখে।

৬।বর্তমানে বাংলাদেশ বিমানের মোট উড়োজাহাজের সংখ্যা – ১৮টি।

৭।বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্তর্জাতিক গন্তব্য – ১৭টি রুটে।

৮।সম্প্রতি বাংলাদেশ যে দেশকে ‘ সেয়দপুর বিমানবন্দর ’ ব্যবহার করতে দিতে সম্মত হয়েছে – নেপাল ।

৯।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে নারী পাইলট হিসেবে কর্মরত আছেন – ২০ জন।

১০।বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত সমুদ্রগামী জাহাজ রয়েছে ৬৪ টি ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button