![বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী](https://preparation.com.bd/wp-content/uploads/2024/06/04-780x470.jpg)
বিসিএস প্রস্তুতি সাধারন জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী ৪র্থ পর্ব
BRICS’র উদ্যোগে গঠিত ব্যাংকের নাম- New Development Bank (NDB)
জাতিসংঘের যে সংগঠন বিশ্ব জনসংখা রিপাের্ট প্রকাশ করে- UNFPA।
‘মানব উন্নয়ন প্রতিবেদন’ প্রকাশকারী সংস্থ- UNDP।
সভ্যতায় ব্যাবিলনীয়দের অবদান ছিল- আইন প্রণয়নে।
যে সভ্যতার মানুষ ৩৬৫ দিনে বছর গণনা শুরু করে- মিসরীয় সভ্যতার।
সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়- ১৯২২ সালে।
এশিয়া মহাদেশের যে দেশ অতীতে কখনাে কারাে উপনিবেশে পরিণত হয়নি— থাইল্যান্ড।
বিশ্ব তামাকমুক্ত দিবস- ৩১ মে।
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা রয়েছে- পাঁচটি।
‘বিশ্ব বাংলা গেটি’ অবস্থিত- কলকাতা, ভারত।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন যে দ্বীপে অবস্থিত- জিল্যান্ড দ্বীপে।
ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।
মিসরের গোয়েন্দা সংস্থার নাম- মুখবারাত
আল শাবাব/হরকাত আল শাবাব যে দেশের সংগঠন- সােমালিয়া।
যুক্তরাষ্ট্র জাপানে ‘লিটল বয়’ নামক আণবিক বােমা নিক্ষেপ করে- ৬ আগষ্ট ১৯৪৫।
ইসরাইল সিরিয়ার গােলান মালভূমি দখল করে- ১৯৬৭ সালে।
তিউনিসিয়ায় ‘জেসমিন বিপ্লব’ সংঘটিত হয়- ২০১১ সালে।
১৯২৩ সালে প্রতিষ্ঠিত INTERPOL’র সদর দপ্তর অবস্থিত- লিওঁ, ফ্রান্স।
বিশ্বের প্রথম কোয়ান্টাম কম্পিউটারের নাম – IBMQ System One.
আন্তর্জাতিক নবায়নযোগ্য জ্বালানি সংস্থার (IRENA) মহাপরিচালক- ফ্রান্সেসকো লা ক্যামেরা।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-এর দুর্নীতির ধারণা সূচকে শীর্ষ দেশ- সােমালিয়া।
বিশ্বব্যাপী বিশুদ্ধ পানি ও স্যানিটেশন নিয়ে কাজ করে যে সংস্থ– Water Aid.
IUCN’র কাজ হলাে- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা।
পরিবেশ দূষণ রােধ করার জন্য বর্তমানে রেফ্রিজারেটরে CFC’র পরিবর্তে ব্যবহৃত হয়- গ্যাজোলিয়াম।
যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়- পানি দূষণ।
বিশ্ব পানি দিবস- ২২ মার্চ।
বিশ্বের ধনাঢ্য ব্যক্তিদের দ্বারা গঠিত আন্তর্জাতিক সংস্থা- লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।।
দুর্নীতি বিরােধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে দেশভিত্তিক- জার্মানি।
জাতিসংঘ সনদ কার্যকর হয়- ১৯৪৫ সালে।
খাদ্য এবং কৃষি সংস্থা (FAO)-এর সদর দপ্তর অবস্থিত- রােম, ইতালি।
জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (UNHCR)প্রতিষ্ঠিত হয়- ১৪ ডিসেম্বর ১৯৫০।
Organisation of Islamic Co-operation (OIC) প্রতিষ্ঠিত হয়- ২৫ সেপ্টেম্বর ১৯৬৯।
আয়া সােফিয়া মসজিদ অবস্থিত- ইস্তানবুল, তুরস্ক।
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রীর নাম- জ্যা ক্যাসটেক্স।
পাকিস্তানের প্রথম নারী লেফটেন্যান্ট জেনারেল- নিগার জোহর খান।
বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন ২০২০ অনুযায়ী, পৃথিবীর জনসংখ্যা- ৭৭৯.৫০ কোটি।
যুক্তরাষ্ট্রের সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্পর্ক ছিন্ন হবে- ৬ জুলাই ২০২১।
কালাপানি-লিমপিয়াধুরা-লিপুলেখ যে দুটি দেশের মধ্যবর্তী বিরােধপূর্ণ অঞ্চল- ভারত ও নেপাল।
ভারত ও চীনের মধ্যে সাম্প্রতিক সংঘাত সৃষ্টি হয়- গালওয়ান উপত্যকা নিয়ে।