![বিসিএস প্রস্তুতি সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী](https://preparation.com.bd/wp-content/uploads/2024/06/04-780x470.jpg)
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৬৫০ একর জমিতে নির্মিত হয়েছে দেশের বৃহত্তম ও এশিয়ার অন্যতম বৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র ‘তিস্তা সোলার লিমিটেড’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২ আগস্ট এটি উদ্বোধন করেন।
- উৎপাদন ক্ষমতা : ২০০ মেগাওয়াট (দৈনিক)।
- নির্মাতা : বেক্সিমকো গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বেক্সিমকো পাওয়ার লিমিটেড।
- নির্মাণ ব্যয় : ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলার ।
- নির্মাণ স্থান : তিস্তা পাড়ের লাটশালা।
- নির্মাণ শুরু : ২০১৭ সালে ।
- সোলার প্যানেলের সংখ্যা : সাড়ে ৫ লাখ ।