অন্যান্য

সর্বশেষ কোন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়?

সর্বশেষ কোন দেশে রাজতন্ত্র বিলুপ্ত হয়?
ভুল নেপাল
সঠিক বার্বাডােস

রাজতন্ত্র (Monarchy) এক ধরনের সরকার ব্যবস্থা যেখানে সম্পূর্ণ সার্বভৌমত্ব একজন ব্যক্তির কাছে ন্যস্ত করা হয়, যিনি মৃত্যু বা ত্যাগ না করা পর্যন্ত তার পদে অধিষ্ঠিত থাকেন। রাজতন্ত্রের শাসক রাষ্ট্রের প্রধান হিসেবে কাজ করেন।

রাজা বা বাদশারা সাধারণত বংশগত উত্তরাধিকারের মাধ্যমে সিংহাসনে অধিষ্ঠিত হন। রাজতন্ত্র প্রধানত দুই প্রকার নিরঙ্কুশ রাজতন্ত্র এবং নিয়মতান্ত্রিক বা সাংবিধানিক রাজতন্ত্র। নিরঙ্কুশ রাজতন্ত্রে রাজা বা রানি রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হন।

এই বিভাগ থেকে আরো পড়ুন

সাংবিধানিক রাজতন্ত্রে রাজা বা রানিকে সংবিধানের নির্দিষ্ট আইনের আলােকে শাসন করতে হয়। ৩০ নভেম্বর ২০২১ সর্বশেষ বার্বাডােস ৪০০ বছরের রাজতন্ত্র বিলুপ্ত করে বিশ্বের নবীনতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এর আগে প্রজাতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হওয়ার লক্ষ্যে দেশটির পার্লামেন্ট ৬ অক্টোবর ২০২১ সংবিধান সংশােধন করে।

অন্যদিকে, হিমালয়ের দেশ নেপাল ২৮ মে ২০০৮ দেশটির ২৪০ বছরের প্রাচীন রাজতন্ত্র বিলুপ্ত করে বিশ্বে প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করেছিল।

সর্বশেষ রাজতন্ত্র বিলুপ্তকারী ১০ দেশ
দেশ রাজতন্ত্রের অবসান সর্বশেষ রাজা/রানি/সম্রাট
গ্রিস ১ জুন ১৯৭৩ দ্বিতীয় কনস্ট্যানটাইন
মাল্টা  ১৩ ডিসেম্বর ১৯৭৪ দ্বিতীয় এলিজাবেথ
লাওস ২ ডিসেম্বর ১৯৭৫ সিসাভাং বাখানা
ত্রিনিদাদ অ্যান্ড টোবাগাে  ১ আগস্ট ১৯৭৬  দ্বিতীয় এলিজাবেথ
ইরান ১১ ফেব্রুয়ারি ১৯৭৯ মােহাম্মদ রেজা পাহলভি
মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র  ৪ ডিসেম্বর ১৯৭৬ জন বেডেল বােকাসসা
ফিজি  ৭ অক্টোবর ১৯৮৭ দ্বিতীয় এলিজাবেথ
মরিশাস ১২ মার্চ ১৯৯২ দ্বিতীয় এলিজাবেথ
নেপাল
২৮ মে ২০০৮ 
জ্ঞানেন্দ্র
বার্বাডােস
৩০ নভেম্বর ২০২১
দ্বিতীয় এলিজাবেথ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button