অন্যান্য

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

Current Affairs | কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমাদের নিয়মিত আয়োজনের আজকের আয়োজনে থাকছে Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ নিয়ে গুরুত্বপূর্ণ একটা পিডিএফ। সাম্প্রতিক সাধারণ জ্ঞান সহ থাকলে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান। প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স এ আলোচনা করা বিসিএস প্রস্তুতি, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রস্তুতি, নিবন্ধন প্রস্তুতি, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রশ্ন ও সমাধান।

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ এর পিডিএফ পেতে এখানে ক্লিক করুন।

Download Here

আরো পড়ুন :

Current Affairs April 2021 কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১ Video দেখুন

Current Affairs April 2021 PDF | কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল ২০২১

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি মেরিন একাডেমি কতটি ?
উত্তর : ৫টি । চট্টগ্রাম, বরিশাল, সিলেট, পাবনা ও রংপুর।

প্রশ্ন : ১৭-২৬ মার্চ ২০২১ জাতীয় প্যারেড স্কয়ারে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের মূল থিম কী?
উত্তর : মুজিব চিরন্তন।

প্রশ্ন : মেট্রোরেলের ট্রেনগুলাে নির্মাণ করছে কোন প্রতিষ্ঠান?
উত্তর : জাপানি প্রতিষ্ঠান কাওয়াসাকি-মিতসুবিশি ।

প্রশ্ন : বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রস্তাবিত প্রশিক্ষণ একাডেমির নাম কী?
উত্তর : বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি।

প্রশ্ন : প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিব ফায়ার একাডেমি কোথায় প্রতিষ্ঠা করা হবে?
উত্তর : মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায়।

প্রশ্ন : ২৭ ফেব্রুয়ারি ২০২১ কোন রুটে নতুন করে ফেরি সার্ভিস চালু হয়?
উত্তর : আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস।

প্রশ্ন : দেশের বৃহত্তম EPZ প্রতিষ্ঠা করা হবে কোথায়?
উত্তর : পটুয়াখালী জেলার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পচাকোড়ালিয়ায়।

প্রশ্ন : BIDF’র পূর্ণরূপ কী?
উত্তর : Bangladesh Infrastructure Development Fund.

প্রশ্ন : বাংলাদেশ অবকাঠামাে উন্নয়ন তহবিল থেকে প্রথম ঋণ দেওয়া হয় কোন প্রতিষ্ঠানকে?
উত্তর : পায়রা বন্দর কর্তৃপক্ষকে।

প্রশ্ন : ‘কথা ৭১’ নাটকের রচয়িতা কে?
উত্তর : গােলাম মোস্তফার মূল ভাবনায় নাটকটি রচনা করে প্রতীশ বল।

প্রশ্ন : গিনেস বুকে রেকর্ড হওয়া ‘শস্যচিত্রে বঙ্গবন্ধু’র মােট আয়তন কত?
উত্তর : ১,১৯,৪৩০.২৭৩ বর্গমিটার/ ১২,৮৫,৫৪৬.৬৫ বর্গফুট।

প্রশ্ন : কক্সবাজার জেলা রেলপথে যুক্ত হবে কোন সালের মধ্যে?
উত্তর : ২০২২ সালে।

প্রশ্ন : ঢাকা-জলপাইগুড়ি রেলপথের দূরত্ব কত?
উত্তর : ৫৯৫ কি.মি।

প্রশ্ন : বর্তমানে দেশে সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
উত্তর : ৪৯টি।

প্রশ্ন : ৪৯তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উত্তর : অধ্যাপক ড. মাে. আবদুল বাসেত ।

প্রশ্ন : ষষ্ঠ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় কোনটি?
উত্তর : হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন : সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে দায়িত্ব গ্রহণ করেন কে?
উত্তর : অধ্যাপক ড. মুনতাসীর মামুন।

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের প্রথম আদিবাসী স্বরাষ্ট্রমন্ত্রী কে?
উত্তর : ডেব হাল্যান্ড; দায়িত্ব গ্রহণ ১৬ মার্চ ২০২১।

প্রশ্ন : জাতিসংঘে নিযুক্ত বর্তমান মার্কিন স্থায়ী প্রতিনিধি কে?
উত্তর : লিন্ডা টমাস গ্রিনফিল্ড।

প্রশ্ন : কোন দেশে মানবদেহে প্রথম H5N8 বার্ড ফ্লু (Bird Flu) পাওয়া যায়?
উত্তর : রাশিয়া; ২০২১ সালে।

প্রশ্ন : আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, একটি দেশের কাছে অন্তত কত মাসের আমদানি ব্যয় মেটানাের সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুত থাকতে হয়?
উত্তর : তিন মাসের।

প্রশ্ন : Trade-Related Aspects of Intellectual Property Rights (TRIPS) চুক্তির মেয়াদ বাড়ানাে হয়েছে কোন সাল পর্যন্ত?
উত্তর : ২০৩৩ সাল।

প্রশ্ন : ‘সাদা চা বা White Tea কী?
উত্তর : এক প্রকার পানীয় যা Camellia sinensis নামক গাছের কুঁড়ি এবং পাতা থেকে উৎপন্ন হয়।

প্রশ্ন : ‘সাদা চা’ প্রথম চাষ শুরু হয় কোথায়?
উত্তর : চীনের ফুজিয়ান প্রদেশে।

প্রশ্ন : Artemis Program কী?
উত্তর : মার্কিন সরকারের অর্থায়নে ২০২৪ সালের মধ্যে চাঁদে মানুষ পাঠানাের কার্যক্রম।

প্রশ্ন : বিলাসবহুল স্থাপনা ‘পাম টাওয়ার’ কোন দেশে অবস্থিত?
উত্তর : দুবাই, সংযুক্ত আরব আমিরাত।

প্রশ্ন : ১৪ মার্চ ২০২১ কোন দেশ বিতর্কিত কফিল বা কাফালা পদ্ধতি বাতিল করে?
উত্তর : সৌদি আরব।

প্রশ্ন : ২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সবচেয়ে সুখী দেশ কোনটি?
উত্তর : ফিনল্যান্ড।

প্রশ্ন : ২০২১ সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
উত্তর : ৬৮ তম।

প্রশ্ন : LDC’র পূর্ণরূপ কী?
উত্তর : Least Developed Country.

প্রশ্ন : ১৯৭১ সালের পর এই পর্যন্ত মােট কতটি দেশ LDC থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হয়েছে?
উত্তর : ৬টি- বতসােয়ানা, নিরক্ষীয় গিনি, মালদ্বীপ, সামােয়া, কেপভার্দে ও ভানুয়াতু।

প্রশ্ন : LDC থেকে উত্তরণের পথে রয়েছে কতটি দেশ?
উত্তর : ৪টি—ভুটান (১৩ ডিসে. ২০২৩), অ্যাঙ্গোলা (১২ ফেব্রু, ২০২৪), সাওটোমে অ্যান্ড প্রিন্সিপে (১৩ ডিসে. ২০২৪) ও সলােমন দ্বীপপুঞ্জ (১৩ ডিসে, ২০২৪)।

প্রশ্ন : ২৬ ফেব্রুয়ারি ২০২১ কতটি দেশ LDC থেকে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশপ্রাপ্ত হয়?
উত্তর : ৩টি। বাংলাদেশ, নেপাল ও লাওস।

প্রশ্ন : LDC থেকে বাংলাদেশ কবে বের হবে?
উত্তর : ২০২৬ সালে।

প্রশ্ন : স্বাধীনতা পুরস্কার ২০২১ লাভ করেন কতজন ব্যক্তি ও প্রতিষ্ঠান?
উত্তর : ৯ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (BARC)]।

প্রশ্ন : ২২ মার্চ ২০২১ ভারত সরকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কোন পুরস্কারে ভূষিত করে?
উত্তর : গান্ধী শান্তি পুরস্কার ২০২০।

প্রশ্ন : ২০২১ সালে অ্যাবেল পুরস্কার লাভ করেন কে কে?
উত্তর : লাজলাে লােভাজ ও এভি উইগডারসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button