সকল প্রশ্নকলেরা হলে তাৎক্ষণিকভাবে কী করণীয়?
Preparation Staff asked 2 months ago

কলেরার ক্ষেত্রে প্রথম ও প্রধান করণীয় হলো দ্রুত পানিশূন্যতা পূরণ করা। এজন্য রোগীকে পর্যাপ্ত পরিমাণে ওআরএস (ORS) খাওয়াতে হবে। ওআরএস না থাকলে হালকা লবণ-চিনি মিশ্রিত পানি বা চালের মাড় খাওয়ানো যেতে পারে। পাশাপাশি, বিশুদ্ধ পানি পান করানো এবং তরল খাবার গ্রহণ নিশ্চিত করা জরুরি। যদি ডায়রিয়ার পরিমাণ বেশি হয়, রোগী দুর্বল হয়ে পড়ে বা প্রস্রাব কমে যায়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। সময়মতো চিকিৎসা না করলে শরীরের লবণ ও পানি শূন্য হয়ে জীবনহানির আশঙ্কা থাকে।