পৃথিবীতে প্রথমবারের মতো পরিবেশের সুরক্ষায় পলিথিন ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ। ২০০২ সালের জানুয়ারি মাসে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়। এই সিদ্ধান্ত ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ, যেটি পরিবেশবাদীদের মধ্যে সাড়া ফেলে দেয় এবং বিশ্বের অন্যান্য দেশকে অনুপ্রাণিত করে।
বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে একটি সময় পলিথিন ব্যাগ ব্যবহারের কারণে ড্রেন ও নালা বন্ধ হয়ে যেত, যার ফলে জলাবদ্ধতা মারাত্মক আকার ধারণ করত। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যার অন্যতম কারণ হিসেবে পলিথিন ব্যাগ দায়ী করা হয়। গবেষণায় দেখা যায়, নালার ৮০ শতাংশে জমে থাকা পলিথিন প্লাস্টিক জল নিষ্কাশনে বাধা সৃষ্টি করে। এসব বাস্তব চিত্রের কারণে বাংলাদেশ সরকার ২০০২ সালে পলিথিন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
বাংলাদেশের এই উদ্যোগ বিশ্বব্যাপী পরিবেশ আন্দোলনে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হয়। এরপর আফ্রিকা, ইউরোপ ও এশিয়ার অনেক দেশই বাংলাদেশকে অনুসরণ করে। বর্তমানে ৭০টির বেশি দেশ পলিথিন বা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ বা নিয়ন্ত্রিত করেছে।
Please login or Register to submit your answer