- "ক্রীতদাসের হাসি" বাংলাদেশের বিশিষ্ট সাহিত্যিক শওকত ওসমান রচিত একটি রাজনৈতিক উপন্যাস।
- এটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসটিতে একনায়কতন্ত্র, শাসকের দমননীতি ও জনগণের প্রতিবাদ ফুটিয়ে তোলা হয়েছে।
🔹 শওকত ওসমানের অন্যান্য বিখ্যাত রচনা:
- জননী
- সমাগম
- জীবন ঘষে আগুন
Please login or Register to submit your answer