বাংলাদেশ সময় (BST) গ্রিনিচ মান সময় (GMT) থেকে ৬ ঘণ্টা এগিয়ে থাকে। বাংলাদেশের সময় মূলত GMT+6 সময় অঞ্চলের অন্তর্গত। গ্রিনিচ মান সময় হলো বিশ্বের সময়ের মানদণ্ড, যা গ্রিনিচ, ইংল্যান্ডের একটি নির্দিষ্ট রেখা বা সাড়িতে প্রতিষ্ঠিত হয়। পৃথিবীকে ২৪টি টাইম জোনে বিভক্ত করা হয়েছে, আর এই জোনগুলোর মধ্যে বাংলাদেশের সময় ৬ ঘণ্টা এগিয়ে।
উদাহরণস্বরূপ, যখন গ্রিনিচ মান সময় সকাল ৮টা হয়, তখন বাংলাদেশে সেটা দুপুর ২টা। এটি সেই দেশে বিশেষত গুরুত্বপূর্ণ, যেখানে আন্তর্জাতিক ব্যবসা ও অন্যান্য ক্ষেত্রের জন্য সময়ের সঠিক হিসাব রাখা অত্যন্ত জরুরি। বাংলাদেশের সময়ের পার্থক্য বিভিন্ন দেশের সঙ্গে ব্যবসায়িক লেনদেন ও যোগাযোগকে প্রভাবিত করে থাকে। যেমন, পশ্চিমা দেশগুলোর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে বাংলাদেশ সময়ের হিসাব কষে সময় নির্ধারণ করতে হয়।
Please login or Register to submit your answer