এই উক্তিটি মানব সভ্যতার খাদ্যাভ্যাসের পরিবর্তন ও অসামঞ্জস্যতা বোঝাতে ব্যবহৃত হয়েছে।
উক্তিটির ব্যাখ্যা:
অতীতে মানুষের জীবনধারা ছিল শিকার ও খাদ্য সংগ্রহ নির্ভর।
কখনও প্রচুর খাদ্য পাওয়া যেত (ভূরিভোজ), আবার কখনও অনাহারে থাকতে হতো (উপবাস)।
কৃষির উন্নয়নের পরেও বিশ্বের অনেক স্থানে খাদ্যের প্রাচুর্য ও অভাব পাশাপাশি বিদ্যমান।
এই ধারণা আধুনিক অর্থনীতিতে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য ও সম্পদ বণ্টনের সমস্যাগুলোর বিশ্লেষণে ব্যবহৃত হয়।
Please login or Register to submit your answer