ভাষাতত্ত্বে ধ্বনি (sound) হলো ভাষার মৌলিক একক, যা উচ্চারিত হয়। কিন্তু যখন এই ধ্বনির লিখিত রূপ বা সাংকেতিক চিহ্ন প্রকাশ করা হয়, তখন তাকে "বর্ণ" বলা হয়।
বাংলা ভাষায় ৫০টি বর্ণ রয়েছে, যা দুই ভাগে বিভক্ত:
- স্বরবর্ণ (১১টি) – যেমন: অ, আ, ই, উ, এ, ঐ
- ব্যঞ্জনবর্ণ (৩৯টি) – যেমন: ক, খ, গ, ঘ, চ, ছ, ট
অতএব, ধ্বনির লিখিত রূপকে "বর্ণ" বলা হয়।
Please login or Register to submit your answer