সকল প্রশ্ননৃবিজ্ঞানের যে কোনো ১টি স্কুলের নাম লিখ।
Preparation Staff asked 4 weeks ago

নৃবিজ্ঞানের বিভিন্ন তাত্ত্বিক ধারা বা স্কুল রয়েছে, যা মানব সমাজ, সংস্কৃতি ও আচরণের ব্যাখ্যা দেয়।

বিবর্তনবাদ (Evolutionism):

  • নৃতত্ত্বের অন্যতম প্রাচীন তাত্ত্বিক ধারা।

  • সমাজ ও সংস্কৃতি ক্রমাগত উন্নতির মাধ্যমে বিকাশ লাভ করে বলে মনে করে।

  • লুইস হেনরি মর্গান (L. H. Morgan), এডওয়ার্ড বার্নেট টাইলর (E. B. Tylor), হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এই তত্ত্বের প্রবক্তা।

  • প্রধান ধারণা:

    1. সকল সমাজ একই বিবর্তনধারায় এগিয়ে চলে

    2. মানবসভ্যতা বন্যদশা → বর্বরদশা → সভ্যদশা পর্যায়ে অগ্রসর হয়েছে।