নৃবিজ্ঞানের বিভিন্ন তাত্ত্বিক ধারা বা স্কুল রয়েছে, যা মানব সমাজ, সংস্কৃতি ও আচরণের ব্যাখ্যা দেয়।
বিবর্তনবাদ (Evolutionism):
নৃতত্ত্বের অন্যতম প্রাচীন তাত্ত্বিক ধারা।
সমাজ ও সংস্কৃতি ক্রমাগত উন্নতির মাধ্যমে বিকাশ লাভ করে বলে মনে করে।
লুইস হেনরি মর্গান (L. H. Morgan), এডওয়ার্ড বার্নেট টাইলর (E. B. Tylor), হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer) এই তত্ত্বের প্রবক্তা।
প্রধান ধারণা:
সকল সমাজ একই বিবর্তনধারায় এগিয়ে চলে।
মানবসভ্যতা বন্যদশা → বর্বরদশা → সভ্যদশা পর্যায়ে অগ্রসর হয়েছে।
Please login or Register to submit your answer