বাংলাদেশে বিয়ের ক্ষেত্রে বয়স একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও আইনগত বিষয়। “বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭” অনুযায়ী বাংলাদেশের পুরুষদের জন্য বৈধ বিয়ের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং নারীদের জন্য ১৮ বছর।
এই আইনটি প্রণীত হয় বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীর নিরাপত্তা ও উন্নত ভবিষ্যতের লক্ষ্যে। সরকার মনে করে নির্দিষ্ট বয়সের আগে বিয়ে দিলে স্বাস্থ্যঝুঁকি, শিক্ষার ব্যাঘাত ও নারীর ক্ষমতায়নে বাধা সৃষ্টি হয়।
তবে কিছু বিশেষ ক্ষেত্রে (যেমন: সামাজিক নিরাপত্তা, অনাকাঙ্ক্ষিত গর্ভাবস্থা ইত্যাদি) আদালতের অনুমতিতে ব্যতিক্রম হতে পারে। একে বলা হয় “বিশেষ বিধান” এবং এতে সমালোচনাও হয়েছে, কারণ এর মাধ্যমে আইনটি কিছুটা দুর্বল হয়ে পড়েছে।
বাংলাদেশে বাল্যবিবাহ একটি দীর্ঘদিনের সামাজিক সমস্যা। সরকার ও বিভিন্ন বেসরকারি সংস্থা এই সমস্যা দূর করতে সচেতনতা বাড়ানোর কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে বয়স নির্ধারণের আইন বাস্তবায়ন আরও কার্যকর করা হচ্ছে।
এই বয়সসীমা মেনে চললে সমাজে পরিবার গঠনের ভিত্তি মজবুত হবে, নারীর স্বাস্থ্য সুরক্ষা পাবে এবং জাতি উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে।
Please login or Register to submit your answer