সকল প্রশ্নCategory: সাধারণ জ্ঞানবাংলাদেশের জাতীয় সংগীত কে রচনা করেছেন?
Preparation Staff asked 2 months ago
1 Answers
Preparation Staff answered 2 months ago
বাংলাদেশের জাতীয় সংগীত "আমার সোনার বাংলা" রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় এই গানটি রচিত হয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এটি অনুপ্রেরণা জুগিয়েছিল এবং ১৯৭২ সালে এটিকে জাতীয় সংগীত হিসেবে গ্রহণ করা হয়।