কৃষিই মানব সভ্যতার সূচনার মূল ভিত্তি। হাজার হাজার বছর আগে মানুষ ছিল শিকারি ও খাদ্য সংগ্রাহক। তারা বন, নদী ও পর্বতের আশেপাশে ঘুরে বেড়িয়ে খাবার সংগ্রহ করত। তবে এই জীবনে ছিল অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতা। খ্রিস্টপূর্ব প্রায় ১০,০০০ বছর আগে, মানুষ প্রথমবারের মতো নিজে ফসল ফলানো শুরু করে – এটিই কৃষির সূচনা।
নিয়মিত খাদ্য উৎপাদনের মাধ্যমে মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করে। গড়ে ওঠে গ্রাম, নগর, সমাজ ও পরে সভ্যতা। কৃষির মাধ্যমে অতিরিক্ত খাদ্য সংরক্ষণ করা সম্ভব হয়, ফলে সময় ও মেধা ব্যবহার করে মানুষ শুরু করে শিল্প, ধর্ম, শিক্ষা, বিজ্ঞান ও রাজনীতির বিকাশ। এটি সভ্যতার উত্থানকে ত্বরান্বিত করে।
সেজন্যই বলা হয়, কৃষিই মানব সভ্যতার ভিত্তি, যা আমাদের আদিম জীবন থেকে সভ্য জগতে নিয়ে এসেছে।
Please login or Register to submit your answer