জিম্বাবুয়ে আফ্রিকার একটি দক্ষিণাঞ্চলীয় দেশ, যারা ২০২৪ সালে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে—দেশটিতে মৃত্যুদণ্ডের আইন বাতিল করা হয়েছে। এ সিদ্ধান্ত দেশটির মানবাধিকার উন্নয়নের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
জিম্বাবুয়ের সরকার বলেছে, মানবাধিকার রক্ষা ও আধুনিক আইনি চর্চার সঙ্গে সামঞ্জস্য রাখতে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য, দেশটিতে গত ২০ বছরে কোনো মৃত্যুদণ্ড কার্যকর না হলেও আইনটি বলবৎ ছিল। ফলে এটি একটি "ডি ফ্যাক্টো" মরেটোরিয়াম থেকে "ডি জুরি" বিলুপ্তিতে রূপ নিয়েছে।
বর্তমানে আফ্রিকার অন্তত ২৬টি দেশ মৃত্যুদণ্ড বাতিল করেছে বা দীর্ঘ সময় ধরে প্রয়োগ করছে না। এটি বিশ্বব্যাপী মানবাধিকার আন্দোলনের বড় একটি সাফল্য। জিম্বাবুয়ের পদক্ষেপ অন্যান্য আফ্রিকান দেশগুলোকেও এই পথে উদ্বুদ্ধ করতে পারে।
Please login or Register to submit your answer