সকল প্রশ্নCategory: সাধারণ জ্ঞান২০২৩ সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন?
Preparation Staff asked 2 months ago
1 Answers
Preparation Staff answered 2 months ago
উত্তর: ইরানী কর্মী নার্গেস মোহাম্মদী ব্যাখ্যা: নোবেল শান্তি পুরস্কার বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি বা সংস্থাকে প্রদান করা হয়। ২০২৩ সালে পুরস্কারটি কারা পেয়েছেন তা নির্ভর করবে সেই বছরের পরিস্থিতির ওপর। ইতিহাসে এই পুরস্কার পেয়েছেন নেলসন ম্যান্ডেলা, মালালা ইউসুফজাই, মার্টিন লুথার কিং জুনিয়রসহ অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সংস্থা। প্রতিটি বিজয়ীই মানবতার কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।