"All the News that is Fit to Print" হলো দ্য নিউইয়র্ক টাইমস পত্রিকার স্লোগান। এই স্লোগানটি ১৮৯৭ সাল থেকে পত্রিকার শিরোনামে ব্যবহার হয়ে আসছে এবং এটি পত্রিকার সাংবাদিকতা এবং প্রতিবেদনের গুণমানের প্রতি প্রতিশ্রুতি সূচিত করে। এর মাধ্যমে নিউইয়র্ক টাইমস তাদের পাঠকদেরকে সঠিক, নিরপেক্ষ এবং উচ্চমানের সংবাদ প্রদান করার অঙ্গীকার করে।
Please login or Register to submit your answer