অন্যান্য

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে

আন্তর্জাতিক বিষয়াবলী থেকে যে প্রশ্নগুলো আপনাকে পড়তেই হবে

আমেরিকায় গৃহযুদ্ধ শুরু হয়- ১৮৬১ সালে।

সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- চীনে।

যে দূষণ প্রক্রিয়ায় মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়- পানি দূষণ।

মােসাদ যে দেশভিত্তিক গােয়েন্দা সংস্থা- ইসরাইল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে বাফার স্টেট ছিল- বেলজিয়াম।

Non-Aligned Movement (NAM) প্রতিষ্ঠিত হয়- ১৯৬১ সালে; বেলগ্রেড সম্মেলনে।

এশীয় উন্নয়ন ব্যাংক (ADB)-এর সদর দপ্তর অবস্থিত- ম্যানিলা, ফিলিপাইন।

OIC’র অফিসিয়াল ভাষা- তিনটি; আরবি, ইংরেজি ও ফরাসি।

যে চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে- সিটিবিটি।

বিখ্যাত যুদ্ধ ক্ষেত্র ওয়াটার লু অবস্থিত- বেলজিয়াম।

বায়ুমণ্ডলের ওজোন স্তরকে রক্ষার উদ্দেশ্যে মন্ট্রিল প্রটোকল স্বাক্ষরিত হয়- ১৬ সেপ্টেম্বর ১৯৮৭।

ওজোন স্তরের সবচেয়ে ক্ষতিকারক গ্যাস- ক্লোরােফ্লোরােকার্বন (CFC)।

জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণবিষয়ক কনভেনশন- ভিয়েনা কনভেনশন।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বর্তমান সদস্য- ৫৪টি।

করােনাভাইরাসের সপ্তম প্রজাতির নাম- 2019 Novel Coronavirus (2019-nCov)।

EU-এর বর্তমান সদস্য দেশ- ২৭টি।

এনএসআই (NSI) নিয়োগ পরীক্ষার সকল প্রশ্ন সমাধান একসাথে 

তিয়েন আনমেন স্কোয়ার অবস্থিত- বেইজিং, চীন।

SAARC’র বর্তমান মহাসচিব হলেন- এসালা ওয়েরাকুন; শ্রীলংকা।

২০১৯ সালের ICC’র বর্ষসেরা ক্রিকেটার- বেন স্টোকস; ইংল্যান্ড।

এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) বর্তমান প্রেসিডেন্ট- মাসাতসুগু আসাকাওয়া (জাপান)।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সােসাইটিস (IFRCS-এর সদস্য দেশ- ১৯২টি।

ইউরােপীয় পার্লামেন্টের বর্তমান সদস্য সংখ্যা- ৭০৫ জন।

আধুনিক আন্তর্জাতিক আইনের জনক বলা হয়- হুগ্রো গ্রসিয়াসকে।

প্রথম বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন- উড্রো উইলসন।

১ ফেব্রুয়ারি ২০২০ পুনরায় কমনওয়েলথ-এ যােগদান করে- মালদ্বীপ।

গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ- চীন।

জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী নােবেল শান্তি পুরস্কার লাভ করে- ১৯৮৮ সালে।

GMT-এর পূর্ণরূপ- Greenwich Mean Time

লাইব্রেরি অব কংগ্রেস প্রতিষ্ঠিত হয়- ১৮০০ সালে।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়- ৮ সেপ্টেম্বর।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প ভারত সফর করেন- ২৪-২৫ ফেব্রুয়ারি ২০২০।

বিশ্বের বাসযােগ্য শহরের তালিকায় শীর্ষ শহর- ভিয়েনা, অস্ট্রিয়া।

২০১৯ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন- অধ্যাপক আনিসুজ্জামান (বাংলাদেশ)।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র।

৫৯তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে- ৩ নভেম্বর ২০২০।

বিশ্বের সবচেয়ে বড় দুই ইঞ্জিন চালিত বিমানের নাম- বােয়িং ৭৭৭ এক্স।

মার্কিন প্রেসিডেন্ট ডােনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা প্রকাশ করেন- ২৮ জানুয়ারি ২০২০।

আরব বিশ্বে প্রথম পরমাণু চুল্লি নির্মাণের অনুমােদন দেয়- সংযুক্ত আরব আমিরাত।

ফরাসি বিপ্লবের শিশু বলা হয়- নেপােলিয়ন বােনাপার্টকে।

শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট- গুতাবায়ে রাজাপাকসে।

এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) দশম প্রেসিডেন্ট- মাসাতসুও আসাকাওয়া, জাপান।

দ্বৈত শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়-১৭৬৫ সালে।

‘কাইজার’ বলা হতাে যে দেশের প্রাচীন রাজাদের- জার্মানি।

ইতিহাসের প্রথম লিখিত আইন প্রণেতা-হাম্বুরাবি।

২০১৯ সালের টাইমসের বর্ষসেরা ব্যক্তিত্ব নির্বাচিত হন- গ্রেটা থানবার্গ, সুইডেন।

২০২০ সালের সপ্তম নারী টি২০ বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়-অস্ট্রেলিয়া।

উইকিলিকস প্রতিষ্ঠিত হয়- ২০০৬ সালে।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকামী অঙ্গরাজ্যের নাম- ক্যালিফোর্নিয়া।।

পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি অবস্থিত- চিলি।

‘মেসােপটেমিয়া’ যে দেশের পূর্বনাম- ইরাক।

২০১৯ সালের Ballon d’Or বিজয়ী হলেন- লিওনেল মেসি।

সার্কভুক্ত দেশের মধ্যে গড় আয়ুতে শীর্ষ দেশ- মালদ্বীপ।

ফ্যাসিজম এর প্রবর্তক ছিলেন- বেনিটো মুসােলিনী, ইতালি।

মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টের মেয়াদ- চার বছর।

হিমালয় ও কুনলুন পর্বতের মধ্যে অবস্থিত- তিব্বত মালভূমি।

দুই ভিয়েতনাম একত্রিত হয়-১৯৭৬ সালে।

যে যুদ্ধের পর হংকং এ ব্রিটিশ শাসন প্রতিষ্ঠিত হয়- আফিম যুদ্ধ।

যে দেশের পতাকাকে ইউনিয়ন জ্যাক’ বলা হয়- যুক্তরাজ্য।

২০১৯ সালে শান্তিতে নােবেল পুরস্কার লাভ করেন- আবি আহমেদ আলী, ইথিওপিয়া।

ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয়- ১৯৭৯ সালে।

চীনের মহাপ্রাচীর’ দেশটির যে সীমান্তে অবস্থিত- উত্তর।

যে দেশের ডাক টিকিটে সে দেশের নাম লেখা থাকে না- যুক্তরাজ্য।

ক্লিওপেট্রা ছিলেন- মিসরের রানি।

লাটাকিয়া যে দেশের সমুদ্রবন্দর- সিরিয়া ।

‘বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়- ১০ ডিসেম্বর।

ইউনেস্কো ঘােষিত প্রথম বিশ্ব স্থাপত্য রাজধানী- রিও ডি জেনিরাে, ব্রাজিল।

চীনের উহান থেকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করােনাভাইরাসের কোড নাম- 2019-nCoV।

অর্থশাস্ত্রের জনক- কৌটিল্য।

নােবেল পুরস্কারের প্রবর্তক- আলফ্রেড বার্নার্ড নােবেল।

ফিফা বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হবে- কাতার।

জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম- অ্যান্তোনিও গুতেরেস (পর্তুগাল)।

গ্রিনপিস যে দেশের পরিবেশবাদী সংগঠন- নেদারল্যান্ডস।

নাসাউ যে দেশের রাজধানী – বাহামা দ্বীপপুঞ্জ।

সার্কের বর্তমান সদস্য সংখ্যা- ৮টি (সর্বশেষ আফগানিস্তান, ২০০৭)।

নেপালের প্রধানমন্ত্রীর নাম- খড়গ প্রসাদ শর্মা অলি।

IATA এর পূর্ণরূপ- International Air Transport Association and

BFCC এর পূর্ণরূপ – Biman Flight Catering Centre.

CNG বলতে বুঝায়- Compressed Natural Gas.

LPG বলতে বুঝায়- Liquefied Petroleum Gas.

বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র- ইন্দোনেশিয়া।

কুয়েতের মুদ্রার নাম- দিনার।

চারদিকে স্থলবেষ্টিত জলরাশিকে বলা হয়-হ্রদ।

CBI যে দেশের গােয়েন্দা সংস্থা- ভারত।

Reuters-এর সদর দপ্তর- লন্ডন, যুক্তরাজ্য।

OECD-এর পূর্ণরূপ- Organization for Economic Co-operation and Development.

করােনাভাইরাসের টিকা তৈরির গবেষণায় মার্কিন সরকার যে প্রকল্প গ্রহণ করেছে- Operation Warp Speed।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন- ভােলকান বােজকার; তুরস্ক।

Black Lives Matter হলো- বর্ণবাদ বিরােধী আন্দোলন।

স্বাদু বা মিঠা পানির মৎস্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ- চীন।

৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে- ২৩ জুলাই-৮ আগস্ট ২০২১; টোকিও, জাপান।

NATO’র সর্বশেষ (৩০তম) সদস্য- উত্তর মেসিডােনিয়া।

২০২০ সালের বৈশ্বিক শান্তিসূচকে শীর্ষ দেশ- আইসল্যান্ড।

বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটারের নাম- ফুগাকু।

এশীয় অবকাঠামাে বিনিয়ােগ ব্যাংকের (AIIB) বর্তমান সদস্য- ৮১টি।

ইউরােপের লৌহমানবী হিসেবে পরিচিত- মার্গারেট থ্যাচার (যুক্তরাজ্য)।

আফ্রিকা মহাদেশের প্রাচীনতম সমুদ্রবন্দর- কেপটাউন, দক্ষিণ আফ্রিকা।

আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ- কানাডা।

মার্বেলের দেশ হিসেবে পরিচিত- ইতালি।

পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা- মেসােপটেমীয় সভ্যতা।

ফরাসি বিপ্লবের মতবাদ বা স্লোগানের প্রবক্তা- দার্শনিক রুশাে।

বর্তমান বিশ্বের একমাত্র নগররাষ্ট্র- সিঙ্গাপুর।

উগ্রপন্থি হিন্দু কর্তৃক বাবরী মসজিদ ধ্বংস হয়- ৬ ডিসেম্বর ১৯৯২।

লিথুয়ানিয়ার রাজধানীর নাম- ভিলনিয়াস।

যুদ্ধাহত ও যুদ্ধবন্দি ব্যক্তিদের সাথে আচরণবিধি সম্পর্কিত স্বাক্ষরিত চুক্তি- জেনেভা কনভেনশন।

রাশিয়ার শাখালিন দ্বীপের অবস্থান যে দুই সাগরের মাঝে- জাপান ওখটস্ক সাগর।

জাপানের গােয়েন্দা সংস্থার নাম- নাইচো।

সাংস্কৃতিক বিপ্লব সংঘটিত হয়- চীনে।

NATO’র সদর দপ্তর অবস্থিত- ব্রাসেলস, বেলজিয়াম।

Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) বা TPP11 কার্যকর হয়- ৩০ ডিসেম্বর ২০১৮।

৬৯তম মিস ওয়ার্ল্ড প্রতিযােগিতায় ‘মিস ওয়ার্ল্ড’ নির্বাচিত হন- টনি-আন সিং।

সম্প্রতি যে দেশে ‘ইয়েলাে ভেস্ট’ আন্দোলনের সূত্রপাত হয়- ফ্রান্স।

২০২০ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ- নরওয়ে।

বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ- যুক্তরাষ্ট্র।

যে সকল গ্যাস গ্রিনহাউস প্রতিক্রিয়ার জন্য দায়ী তাদের বলে- গ্রিনহাউস গ্যাস।

বায়ুমণ্ডলে কার্বন ডাই-অক্সাইডের স্বাভাবিক পরিমাণ- ০.০৩ শতাংশ।

বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়- ৫ জুন।

আন্তর্জাতিক জীববৈচিত্র্য দশক- ২০১১-২০২০।

গ্রিন ক্লাইমেট ফান্ড গঠিত হয়- ২০১০ সালে।

কিয়ােটো প্রটোকল স্বাক্ষরিত হয়- ১১ ডিসেম্বর ১৯৯৭।

আরব লীগ প্রতিষ্ঠিত হয়- ২২ মার্চ ১৯৪৫।

রােটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়- ২৩ ফেব্রুয়ারি ১৯০৫।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) প্রতিষ্ঠিত হয়- ৭ এপ্রিল ১৯৪৮।

সার্ক সাংস্কৃতিক কেন্দ্র অবস্থিত- কলম্বাে, শ্রীলংকা।

জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (UNESCO) সদর দপ্তর- প্যারিস, ফ্রান্স।

সিরডাপ (CIRDAP)-এর বর্তমান সদস্য- ১৫টি।

প্রশ্ন : ‘বলকানের কসাই’ নামে পরিচিত
উত্তর : সাবেক যুগােশ্লাভ একনায়ক স্লোবােদান মিলােসেচ্চি।

প্রশ্ন : আরাকান পাহাড় হতে উৎপন্ন নদী
উত্তর : সাঙ্গু।

প্রশ্ন : বর্তমানে জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক রাষ্ট্র
উত্তর : ফিলিস্তিন ও ভ্যাটিকান সিটি।

প্রশ্ন : জাতিসংঘের অফিসিয়াল ভাষা
উত্তর : পাঁচটি; ইংরেজি, ফরাসি, চীনা, রুশ, স্প্যানিশ ও আরবি।

প্রশ্ন : CNN এর পূর্ণ রুপ
উত্তর : Cable News Network

প্রশ্ন : আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর অবস্থিত
উত্তর : ভিয়েনা; অস্ট্রিয়া।

প্রশ্ন : উপসাগরীয় সহযােগিতা পরিষদ (GCC) এর সদস্য রাষ্ট্র
উত্তর : ৬টি।

প্রশ্ন : ‘ডটার অব পাকিস্তান’ হিসেবে পরিচিত
উত্তর : মালালা ইউসুফজাঈ।

প্রশ্ন : ‘পঞ্চইন্দ্রিয়’ তৈলচিত্রের চিত্রশিল্পী
উত্তর : মকবুল ফিদা হােসেন।

প্রশ্ন : মানবসমাজের ইতিহাস অবিরাম শ্রেণি সংগ্রামের ইতিহাস’ উক্তিটি
উত্তর : কার্ল মার্কসের।

প্রশ্ন : শান্তিতে নােবেলজয়ী প্রথম নারী
উত্তর : বার্থাভন সুটনার (অস্ট্রিয়া হাঙ্গেরি)।

প্রশ্ন : যে আরব দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়
উত্তর : ইরাক।

খ. চলতি ঘটনাবলি আন্তর্জাতিক

প্রশ্ন : ১৯৪৭ সালে ভারত বিভক্তির পর কলকাতার প্রথম মুসলমান মেয়র নির্বাচিত হন
উত্তর : ফিরহাদ হাকিম।

প্রশ্ন : তুরস্কের আইনসভার বর্তমান আসন সংখ্যা
উত্তর : ৬০০টি।

প্রশ্ন : মার্কিন কংগ্রেসে প্রথম মুসলিম নারী কংগ্রেসম্যান নির্বাচিত হন
উত্তর : ইলহান ওমর ও রশিদা তালিব।

প্রশ্ন : বিশ্বের বৃহত্তম ই কমার্স বা অনলাইনভিত্তিক বেচাকেনার প্রতিষ্ঠানের নাম
উত্তর : আলিবাবা (চীন)।

প্রশ্ন : সম্প্রতি বিজ্ঞানের যে মৌলিক এককের সংজ্ঞায় পরিবর্তন আসে
উত্তর : কিলােগ্রাম।

প্রশ্ন : ২০১৮ সালের বৈশ্বিক প্রতিযােগিতা সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ
উত্তর : যুক্তরাষ্ট্র।

প্রশ্ন : ২০১৮ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন
উত্তর : আনা বার্নস (আয়ারল্যান্ড)।

প্রশ্ন : ১১ মে ২০১৮ যে দেশের টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে
উত্তর : আয়ারল্যান্ড।

প্রশ্ন : বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু
উত্তর : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম।

গ. বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ এবং রােগব্যাধি সম্পর্কিত মৌলিক জ্ঞান

প্রশ্ন : বৈদ্যুতিক পাখা ধীরে ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ
উত্তর : একই হয়।

প্রশ্ন : পৃথিবীতে সবচেয়ে কঠিন খনিজ পদার্থ হলাে
উত্তর : হীরক।

প্রশ্ন : যে ভিটামিনের অভাবে স্কার্ভি রােগ হয়
উত্তর : ভিটামিন ‘সি’।

প্রশ্ন : মানুষের রক্তে লােহিত রক্তকণিকার পরিমাণ শ্বেত কণিকার চেয়ে
উত্তর : ৫০০ গুণ বেশি।

প্রশ্ন : হাড় ও দাঁতকে মজবুত করে
উত্তর : ক্যালসিয়াম।

প্রশ্ন : পৃথিবীকে সমান দুই অংশে ভাগ করেছে যে রেখা
উত্তর : নিরক্ষরেখা।

প্রশ্ন : যে তারিখে উত্তর গােলার্ধে দিন সবচাইতে বড় এবং রাত সবচাইতে ছােট হয়
উত্তর : ২১ জুন।

প্রশ্ন : কম্পিউটারের মূল মেমােরি তৈরি হয়
উত্তর : সিলিকন দিয়ে।

প্রশ্ন : তথ্য প্রযুক্তি খাতের উন্নয়নে দেশের প্রথম হাইটেক পার্ক
উত্তর : গাজীপুর জেলার কালিয়াকৈর।

প্রশ্ন : বসন্ত রােগ
উত্তর : দুই ধরনের গুটি বসন্ত ও জল বসন্ত।

প্রশ্ন : ফলের প্রধান তিনটি অংশ
উত্তর : বহিঃত্বক, মধ্যত্বক ও অন্তঃত্বক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button