ইনসুলিন : ইনসুলিন প্রােটিনজাতীয় একটি হরমােন। পাকস্থলীর পেছনে থাকা অগ্ন্যাশয় বা প্যানক্রিয়াস নামের একটি গ্রন্থি থেকে এটি তৈরি হয়। ইনসুলিন রক্তে গ্লুকোজ অর্থাৎ সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। ইনসুলিনের অভাবে মানবদেহে ডায়াবেটিস রােগ হয়।
Leave a Reply