অন্যান্য

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন

আজ ৭ই মার্চ, আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে উঠেছিল দেশকে শত্রুর হাত থেকে রক্ষার জন্য।যেকোনো চাকুরী পরীক্ষায় ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে বেশ কিছু প্রশ্ন থাকে।বিসিএসসহ যেকোনো চাকুরী পরীক্ষায় আসার মত কিছু প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। চলুন দেখে নেওয়া যাক।

১।কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করা হয় ?
উত্তর – ১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি।

২।কবে , কোথায় , কে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোল করেন?
উত্তর-২রা মার্চ ১৯৭১ ; ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন ডাকসু ভিপি আ.স.ম. আবদুর রব।

৩।কবে , কোথায় , স্বাধীনতার ইশতেহার ঘোষণা পাঠ করা হয় ?
উত্তর -১৯৭১ ; ঐতিহাসিক পল্টন ময়দানে।এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবকে বাংলাদেশের সর্বাধিনায়ক ঘোষণা করা হয়।

৪।বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কত তারিখে?
উত্তর–৩রা মার্চ ১৯৭১।

৫।কবে ঢাকায় জাতীয় পরিষদের প্রথম অধিবেশনের তারিখ ঘোষণা করা হয় ?
উত্তর- ১৯৭১ সালের ১৩ ফেব্রুয়ারি।

৬।কোথায় বঙ্গবন্ধু ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ দেন ?
উত্তর-রেসকোর্স ময়দানে ( বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান )।

৭।ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শেখ মুজিবুর রহমান কত দফা করেন ?
উত্তর–৪ দফা । দফাসমূহ : সামরিক শাসন প্রত্যাহার , গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর , সেনাবাহিনীর গণহত্যার তদন্ত
এবং সৈন্যদলের ব্যারাকে ফিরিয়ে নেয়া ।

৮। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে শেখ মুজিব বেসামরিক প্রশাসন চালুর জন্য কতটি বিধি জারি করেন ?
উত্তর-৩৫ টি

৯।শেখ মুজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণের মধ্যে স্বাধীনতার পরোক্ষ ঘোষণা লুপ্ত ছিল ?
উত্তর -৭ মার্চ, ১৯ রসকোর্স ময়দানের ভাষণে ,

১০।১৯৭১ -এর রেসকোর্স ময়দানের ঐতিহাসিক ভাষণে শেখ মুজিব কত মিনিট ভাষণ দিয়েছিলেন
উত্তর-১৮ মিনিট ।

১১।৭ মার্চের ভাষণ রেডিও টিভিতে সম্প্রচার হওয়ার কথা থাকলেও কি করা হয়?
উত্তর – তা সম্প্রচার হয়নি । এ ভাষণ স্বাধীনতা আন্দোলন বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে ।

১২।৭ মার্চের ভাষণের মূলমন্ত্র কি ছিল?
উত্তর -মূলত স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা । এ ভাষণে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম , এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ।

১৩।ঢাকায় মুজিব – ইয়াহিয়া বৈঠক শুরু হয় কখন ?
উত্তর- ১৯৭১ সালের ১৬ মার্চ ।

১৪।স্বাধীনতার প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে কোথায় সংঘটিত হয় ?
উত্তর-১৯ মার্চ , ১৯৭১ ; এই দিন জয়দেবপুর সেনানিবাসে বাঙালি সদস্যদের নিরস্ত্র করার উদ্দেশ্যে পাকিস্তানী প্রতিরোধ করা হয় ।

১৫।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন ?
উত্তর -২৩ শে মার্চ১৯৭১ ; নিজ বাসভবনে ।

১৬।আলোচনা ভেঙে দিয়ে কবে ইয়াহিয়া ঢাকা ত্যাগ করেন ?
উত্তর -১৯৭১ সালের ২৫ মার্চ রাত বারোটার পর অর্থাৎ ২৬ মার্চে।

১৭।বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে কালোরাত্রি হিসেবে কোন রাত্রিকে অভিহিত করা হয় ?
উত্তর-২৫ মার্চ ১৯৭১ ।

১৮।“ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র ” প্রথম কোথায় স্থাপিত হয় ?
উত্তর–চট্টগ্রামের কালুরঘাট ।

১৯। চট্টগ্রামের কালুরঘাটে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় কবে ?
উত্তর -২৬ মার্চ ১৯৭১ ।

২০।বাংলাদেশে স্বাধীনতা দিবস পালিত হয় কবে?
উত্তর -২৬ শে মার্চ

২১।স্বাধীন বাংলা বেতারকেন্দ্র কী ?
উত্তর–মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পরপরই বাংলাদেশের প্রবাসী সরকার কর্তৃক প্রতিষ্ঠিত সম্প্রচার কেন্দ্র

২২।পাকিস্তান বিমান বাহিনী কালুরঘাট বেতারকেন্দ্র লক্ষ্য করে কবে বোমা হামলা চালায় ?
উত্তর–৩০ মার্চ ১৯৭১ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button