শিক্ষা
তেলিয়াপাড়া বাংলাের সংক্ষিপ্ত বর্ণনা

বুলেট আকৃতির স্মৃতিস্তম্ভ হবিগঞ্জের তেলিয়াপাড়া চাবাগান হবিগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলােমিটার দূরে অবস্থিত এই স্থান। জেলার মাধবপুর উপজেলার মধ্যে পড়েছে এটি। এই বাগানের বাংলােতেই অনুষ্ঠিত হয়েছিল ৪ এপ্রিল ১৯৭১ সালের ঐতিহাসিক বৈঠক।
পুরাে দেশকে ১১টি সেক্টরে ভাগ করা, এস ফোর্স, কে ফোর্স ও জেড ফোর্স গঠন করা, স্বাধীনতাযুদ্ধের নকশা প্রণয়ন এবং যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার শপথ, সম্মুখসমরের পাশাপাশি একটি রাজনৈতিক সরকার গঠনের ওপর গুরুত্বারােপ, মহান মুক্তিযুদ্ধের জন্য অতি গুরুত্বপূর্ণ পরিকল্পনা ও সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তেলিয়াপাড়া চা-বাগানে।
বৈঠকে অংশ নেন ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৭ জন সেনা কর্মকর্তা। ঐতিহাসিক ওই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানী (এম এ জি ওসমানী)।