প্রাথমিক ভাইভা প্রস্তুতি

প্রাথমিক ভাইভা প্রস্তুতি

৩০ জানুয়ারি ২০২৪ প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ভাইভা শেষ হয়। এরপর ২ ফেব্রুয়ারি ২০২৪ প্রাথমিকের দ্বিতীয় ধাপের (ময়মনসিংহ, খুলনা ও রাজশাহী) লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে কর্মরত ব্যক্তিদের ভাইভার আলোকে এবারের আয়োজন প্রাথমিক ভাইভা প্রস্তুতি।

প্রার্থীআস্সালামু আলাইকুম। আসতে পারি স্যার?
চেয়ারম্যানওয়ালাইকুম আস্সালাম, আসুন, বসুন।
প্রার্থীধন্যবাদ স্যার।
চেয়ারম্যানআপনার নাম কী? কোথায় পড়াশোনা করেছেন?
প্রার্থীমো. তৌফিক হাসান। পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
চেয়ারম্যানকোন হলে ছিলেন?
প্রার্থীহাজী মুহম্মদ মুহসীন হলে
চেয়ারম্যানহাজী মুহম্মদ মুহসীন কে ছিলেন?
প্রার্থীস্যার, বিখ্যাত দানবীর। তিনি ১৭৩৩ সালে জন্মগ্রহণ এবং ১৮১২ সালে মৃত্যুবরণ করেন।
পরীক্ষক-১নাচতে না জানলে উঠান বাকা Translation কী হবে?
প্রার্থীA bad workman quarrels with his tools.
পরীক্ষক-১মুক্তিযুদ্ধে মেয়েদের অবদান বলুন আর ২ জন খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধার নাম বলুন।
প্রার্থীমুক্তিযুদ্ধে অনেক নারী, মুক্তিযোদ্ধাদের সাহায্যকারী হিসেবে কাজ করেছেন। রান্না করা, খাদ্য সরবরাহ করা, গুপ্তচরের কাজ করা, অসুস্থ মুক্তিযোদ্ধাদের সেবা করাসহ প্রত্যক্ষ যুদ্ধে অংশ গ্রহণ করেন। মুক্তিযুদ্ধে নারী সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্যাপ্টেন সিতারা বেগম, তারামন বিবি, কাকন বিবি, মতিয়া চৌধুরী, সাজেদা চৌধুরী, নূরজাহান মুরশিদ, মমতাজ বেগম প্রমূখ। এদের মধ্যে সিতারা বেগম ও তারামন বিবি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা।
পরীক্ষক-১মুক্তিযুদ্ধের সময় ভারতের তৎকালীন সেনাপ্রধান কে ছিলেন?
প্রার্থীভারতের সেনাপ্রধান ছিলেন জেনারেল মানেকশ।
পরীক্ষক-১বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান কারণ কী?
প্রার্থীপূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তানের বৈষম্য।
পরীক্ষক-১কী কী বৈষম্য?
প্রার্থীসামরিক থেকে অর্থনৈতিক সবক্ষেত্রেই বৈষম্য ছিল।
পরীক্ষক-২পাঠ্যপুস্তকের বাইরে মুক্তিযুদ্ধবিষয়ক কী কী বই পড়েছেন?
প্রার্থীএম আর আখতার মুকুলের ‘আমি বিজয় দেখেছি’, মহিউদ্দিন আহমেদের ‘একাত্তর: যুদ্ধদিনের কথা’, বঙ্গবীর কাদের সিদ্দিকীর ‘স্বাধীনতা একাত্তর’, জাহানারা ইমামের ‘একাত্তরের দিনগুলি’ ইত্যাদি।
পরীক্ষক-২কবিতা পড়েন? জীবনানন্দ দাশের একটি কবিতা বলুন।
প্রার্থীহাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি; বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি; আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে; আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমারে দু-দণ্ড শান্তি দিয়েছিলো নাটোরের বনলতা সেন।
পরীক্ষক-২একটি গান শোনান বা কবিতা আবৃত্তি করুন।
প্রার্থীকাজী নজরুল ইসলামের লেখা কবিতা ‘আমি হব ’ ‘আমি হব সকালবেলার পাখি সবার আগে কুসম বাগে উঠব আমি ডাকি। সূয্যি মামা জাগার আগে উঠব আমি জেগে, হয়নি সকাল, ঘুমো এখন, মা বলবেন রেগে।’
চেয়ারম্যানবর্তমান রাষ্ট্রপতির নাম কী?
প্রার্থীমহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
চেয়ারম্যানWaiting for Godot কে লিখেছেন?
প্রার্থীআইরিশ ঔপন্যাসিক, নাট্যকার স্যামুয়েল বেকেট।
চেয়ারম্যানধন্যবাদ আপনাকে। আপনি এখন আসুন।
প্রার্থীআপনাদেরও ধন্যবাদ স্যার, আস্সালামু আলাইকুম।
আরও পড়ুন :  Causes of victory of colonial powers in Bengal

Leave a Reply