আন্তর্জাতিক বিষয়াবলী

স্বাধীনতার প্রশ্নে আবার গণভােটের প্রস্তাব স্কটল্যান্ডে

যুক্তরাজ্য থেকে আলাদা হয়ে স্কটল্যান্ডের স্বাধীনতার জন্য আবারও গণভােটের জন্য চেষ্টা চালানাের কথা ঘােষণা করেছেন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্কার্জন। স্কটল্যান্ডে এর আগে ২০১৪ সালেও স্বাধীনতার প্রশ্নে গণভােট হয়েছিল, তবে সেই গণভােটে ৫১-৪৯ শতাংশ ভােটে যুক্তরাজ্যের অখণ্ডতায় পক্ষ নিয়েছিলেন স্কটল্যান্ডের জনগণ।

কিন্তু স্বাধীনতাপন্থী স্কটিশ ন্যাশনাল পার্টির নেতা নিকোলা স্টার্জন যুক্তি দিচ্ছেন, যুক্তরাজ্য ইউরােপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে (ব্রেক্সিট) যাওয়ার পর | স্কটল্যান্ডের স্বাধীনতার পক্ষে সমর্থন আবার জোরালাে হয়ে উঠেছে। তিনি বলেন, যুক্তরাজ্য এখন এক বড় সংকটে আছে, তার মুদ্রার মান পড়ছে এবং ইউরােপীয় ইউনিয়নের বাইরে এ দেশের সম্ভাবনা তিনি দেখেন না।

তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এই গণভােটের প্রস্তাব স্কটিশ পার্লামেন্ট অনুমােদন করলেও এটি যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টে সরকারের দিক থেকে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে। প্রসঙ্গত, স্বাধীন স্কটল্যান্ড তাদের সংসদ ভেঙে ব্রিটেনের অংশ হয়েছিল ১৭০৭ খ্রিষ্টাব্দে। যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৯৮ সালে স্বায়ত্তশাসন পায় স্কটল্যান্ড।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button