সামাজিক বিজ্ঞান

অধিকারের শ্রেণীবিভাগ

অধিকার সাধারণত দুইভাগে বিভক্ত, যথা- নৈতিক অধিকার ও আইনগত অধিকার। আইনগত অধিকারকে আবার দুইভাগে ভাগ করা যায়- সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার। নিচে একটি ছকের সাহায্যে অধিকারের শ্রেণীবিভাগ দেখানাে হল :

অধিকার 
 নৈতিক অধিকার আইনগত অধিকার
সামাজিক অধিকার রাজনৈতিক অধিকার

নৈতিক অধিকার : সমাজের নীতি এবং বিবেকবােধ থেকে সৃষ্ট যে সকল অধিকার, সেগুলােকে নৈতিক অধিকার বলে। যেমন- ভিক্ষুকের ভিক্ষা পাওয়ার অধিকার। নৈতিক অধিকার ক্ষুন্ন হলে সমাজ ঘৃণা করে বা সমালােচনা করে। কিন্তু এর জন্য কোনাে শাস্তি দেওয়ার ব্যবস্থা নেই।

আইনগত অধিকার : রাষ্ট্র কর্তৃক সৃষ্ট ও অনুমােদিত অধিকারকে আইনগত অধিকার বলে। যেমন- সম্পত্তির অধিকার। এই অধিকার ভঙ্গ হলে অধিকার ভঙ্গকারীকে শাস্তি দেওয়া হয়। পৌরবিজ্ঞান আইনগত অধিকার নিয়েই আলােচনা করে। সামাজিক অধিকার ও রাজনৈতিক অধিকার হচ্ছে আইনগত অধিকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button