আসছে দুই বেসরকারি এয়ারলাইন্স

বাংলাদেশের ক্রমবর্ধমান বিমানযাত্রীদের বাজার ধরতে নতুন ৭ বছরে যুক্ত হচ্ছে আরও দুটি বেসরকারি এয়ারলাইন্স। এ দুটি যাত্রা শুরু করলে দেশে সক্রিয় বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা চারে উন্নীত হবে। ২০২২ সালের শুরুতেই আকাশে পাখা মেলবে ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাস্ট্রা।
সম্প্রতি ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের আবেদন যাচাই-বাছাই করে তাদের Air Operator Certificate (AOC) দেওয়া হয়। ৪ নভেম্বর ২০২১ এয়ার অ্যাস্ট্রাকেও AOC দেওয়া হয়। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএসবাংলা এবং নভােএয়ার ফ্লাইট পরিচালনা করছে।
এই বিভাগ থেকে আরো পড়ুন
- বৈদ্যুতিক গাড়ির যুগে বাংলাদেশ
- বায়ুবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চুক্তি
- দেশের প্রথম স্পেশালাইজড হাসপাতাল
- কৃষকের সুরক্ষায় কিষানি ড্রোন
- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কর্মপরিকল্পনা
- বাংলাদেশের নারী শিক্ষায় মালালা ফান্ড
- জাতীয় কৃষি কাউন্সিল গঠন
- ইউক্রেন থেকে খাদ্যশস্য রপ্তানি শুরু
- বিশ্বে প্রথম দ্বৈত টিকার অনুমােদন
- যুক্তরাজ্যে নতুন বাণিজ্যনীতি
গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও একে একে পাখা গুটিয়েছে অ্যারাে বেঙ্গল, এয়ার পারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স, বেস্টএয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ার। সর্বশেষ ফ্লাইট বন্ধ রেখেছে রিজেন্ট এয়ার।