শিক্ষা

আসছে দুই বেসরকারি এয়ারলাইন্স

বাংলাদেশের ক্রমবর্ধমান বিমানযাত্রীদের বাজার ধরতে নতুন ৭ বছরে যুক্ত হচ্ছে আরও দুটি বেসরকারি এয়ারলাইন্স। এ দুটি যাত্রা শুরু করলে দেশে সক্রিয় বেসরকারি এয়ারলাইন্সের সংখ্যা চারে উন্নীত হবে। ২০২২ সালের শুরুতেই আকাশে পাখা মেলবে ফ্লাই ঢাকা ও এয়ার অ্যাস্ট্রা।

সম্প্রতি ফ্লাই ঢাকা এয়ারলাইন্সের আবেদন যাচাই-বাছাই করে তাদের Air Operator Certificate (AOC) দেওয়া হয়। ৪ নভেম্বর ২০২১ এয়ার অ্যাস্ট্রাকেও AOC দেওয়া হয়। বর্তমানে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ছাড়াও দুটি বেসরকারি বিমান সংস্থা ইউএসবাংলা এবং নভােএয়ার ফ্লাইট পরিচালনা করছে।

এই বিভাগ থেকে আরো পড়ুন

গত ২৫ বছরে দেশে ১০টি বেসরকারি এয়ারলাইন্স যাত্রা শুরু করলেও একে একে পাখা গুটিয়েছে অ্যারাে বেঙ্গল, এয়ার পারাবত, রয়্যাল বেঙ্গল, এয়ার বাংলাদেশ, জিএমজি এয়ারলাইন্স, বেস্টএয়ার, ইউনাইটেড এয়ার ও রিজেন্ট এয়ার। সর্বশেষ ফ্লাইট বন্ধ রেখেছে রিজেন্ট এয়ার।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button