ইতিহাসে আগস্ট মাস

ইতিহাসে আগস্ট মাস

আগস্ট গ্রেগরীয় বর্ষপঞ্জি বা খ্রিষ্টীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের অষ্টম মাস। জুলিয়াস সিজারের পর রোমের সম্রাট হন অগাস্টাস সিজার। তাঁরই নামানুসারে এই মাসের নামকরণ হয়। মাসটির উল্লেখযোগ্য ঘটনার চুম্বক অংশ নিয়ে এই আয়োজন ।

■ প্ৰথম যা কিছু

১২ আগস্ট: নাসা কর্তৃক প্রথম যোগাযোগ উপগ্রহ ‘ইকো-১’ মহাশূন্যে উৎক্ষেপণ (১৯৬০)।

১৪ আগস্ট : রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’ কাব্য প্রথম প্রকাশিত (১৯১০)।

১৫ আগস্ট : পানামা খালের আনুষ্ঠানিক উদ্বোধন (১৯১৪)।

১৬ আগস্ট : অক্ষয় কুমার দত্তের সম্পাদনায় ব্রাহ্ম সমাজের মুখপত্র ‘তত্ত্ববোধিনী’ পত্রিকা প্রথম প্রকাশিত (১৮৪৩)।

১৮ আগস্ট : প্রথম বাঙালি ও প্রথম এশীয় হিসেবে সাঁতরে ব্রজেন দাসের ইংলিশ চ্যানেল অতিক্রম (১৯৫৮)।

২২ আগস্ট: বিবিসির প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু (১৯৩২)।

■ রাজনৈতিক ঘটনা

১ আগস্ট : ‘দাসপ্রথা বিলুপ্ত আইন’ দ্বারা ব্রিটিশ উপনিবেশগুলোতে দাসপ্রথা বাতিল কার্যকর (১৮৩৪)।

২ আগস্ট : ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকার কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ (১৮৫৮)।

আরও পড়ুন :  Colonial Age and the Liberation War of Bengal

২ আগস্ট : ব্রিটিশ পার্লামেন্টে ‘গভর্নমেন্ট অব ইন্ডিয়া অ্যাক্ট’ পাশ (১৯৩৫)।

১১ আগস্ট : বিপ্লবী ক্ষুদিরাম বসুর ফাঁসি কার্যকর (১৯০৮)।

১২ আগস্ট: ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ (১৭৬৫)।

১৩ আগস্ট : ইংল্যান্ডের পার্লামেন্টে ‘ইন্ডিয়া অ্যাক্ট’ গৃহীত (১৭৮৪)।

১৮ আগস্ট: মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার লাভ (১৯২০)।

২৪ আগস্ট : ইউক্রেনের স্বাধীনতা লাভ (১৯৯১)। ৩১ আগস্ট : স্বাধীন দেশ হিসেবে মালয়েশিয়ার অভ্যুদয়।

যুদ্ধ, সংঘাত ও চুক্তি

৫ আগস্ট: ব্রিটেন, যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের মধ্যে ‘পরমাণু অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি’ স্বাক্ষরিত (১৯৬৩)।

৬ আগস্ট : জাপানের হিরোশিমায় বিশ্বের প্রথম পারমাণবিক বোমার বিস্ফোরণ (১৯৪৫)।

৯ আগস্ট : জাপানের নাগাসাকিতে বিশ্বের দ্বিতীয় পারমাণবিক বোমার বিস্ফোরণ (১৯৪৫)।

১০ আগস্ট : প্রথম বিশ্বযুদ্ধ শেষে মিত্রশক্তি উসমানীয় সাম্রাজ্যের মধ্যে ‘ট্রিটি অব সেভ্র’ (ফরাসি উচ্চারণ) স্বাক্ষরিত (১৯২০)।

১৪ আগস্ট : কানাডায় নিউ ফাউন্ডল্যান্ডে রুজভেল্ট ও চার্চিল কর্তৃক ‘আটলান্টিক চার্টার’ চুক্তি স্বাক্ষরিত (১৯৪১)।

আরও পড়ুন :  রানি দ্বিতীয় এলিজাবেথ : বর্ণাঢ্য এক জীবনের আখ্যান

১৫ আগস্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ঘোষণা (১৯৪৫)।

১৫ আগস্ট : সামরিক অভ্যুত্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত (১৯৭৫)।

৩০ আগস্ট : দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনী কর্তৃক লেনিনগ্রাদ অবরোধ (১৯৪১)।

বিবিধ

১১ আগস্ট : কাজী নজরুল ইসলাম সম্পাদিত ‘ধুমকেতু’ পত্রিকা প্রকাশিত (১৯২২)।

১৮ আগস্ট : জাপানের তাইহোকুতে সংঘটিত বিমান দুর্ঘটনায় নেতাজী সুভাষচন্দ্র বসু নিহত (১৯৪৫)।

২০ আগস্ট : পাকিস্তানের সিন্ধু প্রদেশে বিমান বিধ্বস্ত হয়ে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমানের মৃত্যু (১৯৭১)।

২৬ আগস্ট : সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালি’ চলচ্চিত্রের মুক্তিলাভ (১৯৫৫)।

২৯ আগস্ট: মাইকেল ফ্যারাডে কর্তৃক তড়িৎচুম্বকীয় আবেশের উদ্ভাবন (১৮৩১)।

ভারত বিভাগ

প্রায় দুশো বছরের ব্রিটিশ শাসনের শেষদিকে ভারতবর্ষের সর্বত্র স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়ে ওঠে। দ্বিতীয় মহাযুদ্ধ শুরুর পর ব্রিটিশ সরকারের পক্ষ থেকে ভারতবাসীকে স্বাধীনতার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ-সময় মুসলিমদের তরফ থেকেও আলাদা রাষ্ট্র গঠনের জোরালো দাবি উত্থাপিত হয়। এরই ধারাবাহিকতায় ১৯৪৭ সালের ১৮ জুলাই | ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় ‘ভারত স্বাধীনতা আইন’। অবশেষে ১৪ আগস্ট পূর্ব বাংলা, পশ্চিম পাঞ্জাব, সিন্ধু প্রদেশ, বেলুচিস্তান প্রদেশ ও উত্তর- | পশ্চিম সীমান্ত প্রদেশ নিয়ে গঠিত হয় পাকিস্তান। | অন্যদিকে, ১৫ আগস্ট জন্ম হয় স্বাধীন ভারতের।

আরও পড়ুন :  ভিটামিন বা খাদ্যপ্রাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য

কনসার্ট ফর বাংলাদেশ

১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সমর্থনে অনুষ্ঠিত হয় ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ। আয়োজক ছিলেন বিটলস সংগীত দলের লিড গিটারবাদক জর্জ হ্যারিসন ও ভারতীয় সেতারবাদক রবিশঙ্কর। বব ডিলান, এরিক ক্ল্যাপটন ও রিঙ্গো স্টারের মতো তারকারা এতে অংশ নেন। ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে ‘বাংলা ধুন পরিবেশনার মধ্য দিয়ে কনসার্ট শুরু হয়। জর্জ হ্যারিসন পরিবেশন করেন ঐতিহাসিক গান ‘বাংলাদেশ, বাংলাদেশ’। কনসার্ট থেকে সংগৃহীত ২ লাখ ৪৩ হাজার ৪১৮ ডলারের পুরোটাই ইউনিসেফের তত্ত্বাবধানে বাংলাদেশের শরণার্থীদের সাহায্যে ব্যয়িত হয়।

Leave a Reply