ক্যাডেট কলেজ ভর্তি পরামর্শ ও সাজেশন্স ২০২২ নিয়ে নিচে আলোচনা করা হলো। আপনারা যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য লেখাটি অনেক উপকারি হবে।
বাংলা :
পাঠ্যবই :
৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলাে ভালােভাবে আয়ত্তে আনতে হবে। বিশেষ করে কবিতার মূলভাব এবং গদ্য ও পদ্যের লেখক পরিচিতি।
ব্যাকরণ :
ভাষা ও বাংলা ভাষা : ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব শব্দ ও পদ পরিচয় : শব্দ, পদ, পদের শ্রেণিবিভাগ, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, দ্বিরুক্ত শব্দ ও সংখ্যাবাচক শব্দ, লিঙ্গ, বচন। ক্রিয়ার কাল : শ্রেণিবিভাগ ও প্রয়ােগ কারক বাগধারা এককথায় প্রকাশ, বিরাম চিহ্ন।
বাংলা গদ্য ও পদ্য
- পৃথিবীর সবচেয়ে পুরােনাে কীর্তিস্তম্ভ – মিশরের পিরামিড।
- আসমানিকে দেখতে কবি যেতে বলেছেন— রসুলপুরে।
- বনফুলের প্রকৃত নাম– বলাইচাঁদ মুখােপাধ্যায়।
ভাষা ও বাংলা ভাষা
- বাংলা লিপির অক্ষর বা বর্ণমালা- ২ প্রকার;
- স্বরবর্ণ ১১টি, ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
- সমাজের কোনাে বিশেষ শ্রেণির ভাষাকে বলা হয় সামাজিক ভাষা।
শব্দ বা পদ
- অর্থ অনুসারে শব্দকে তিনভাগে ভাগ করা হয়।
- বাবা যে ভাষার শব্দ— তুর্কি।
- খাটি বাংলা অব্যয়— আর , আবার, ও, হ্যা, না।
কারক
- বাবাকে বড় ভয় পাই- অপাদানে দ্বিতীয়া
- শিক্ষক ছাত্রদের পড়ান- কর্মে ৬ষ্ঠী।
বাগধারা
- অথৈই জল— গভীর সংকট।
আঁটকুড়াে— নিঃসন্তান।
ভাবসম্প্রসারণ
- কোথায় স্বর্গ, কোথায় নরক … সুরাসর
- গতিই জীবন, স্থিতিতে মৃত্যু।
অনুচ্ছেদ রচনা করাে
- শেখ হাসিনা
- মুক্তিযুদ্ধ
English :
৬ষ্ঠ শ্রেণির পাঠ্যবইয়ের গদ্য ও পদ্যগুলাে ভালোভাবে পড়তে হবে। Grammar: অংশের জন্য পড়তে হবে- Sentence, Parts of Speech, Gender, Number, Punctuation, and Use of capital letters, Tense, Subject and Predicate, Agreement of Subject and Verb, Transformation of sentences, Correct forms of the verb, Contractions Re-arrange jumbled words to make sentences, Phrase, and Idioms.
Open-Ended Question
এছাড়াও Translation, Spelling, Paragraph, Letter সহ বিভিন্ন Passage এর অনুবাদ।
Textual
- The main attraction of Birishiri is– the ceramic hill.
- Bulbul wakes up every morning- At 5 O clock.
- The Black-headed Oriole is a very-Sprightly and restless bird.
Parts of Speech
- ‘Cattle’ is – Collective noun.
- Plural form of is ‘Oasis’ — Oases.
- It is high time we left the place.
- Past Participle of wear is-Worn.
Tense
- They were disturbing us’ is an example of-Past continuous tense.
- As the sun- I decided to go out.- was shining
- মিনা বলল, সে অসুস্থ – Meena said that she was ill.
- যতই পড়িবে ততই জানিবে- The more you read the more you learn.
Write a Paragraph
- International Mother Language Day
- A Winter Morning
সাধারণ জ্ঞান :
এ অংশে ভালাে করতে হলে নিয়মিত সাম্প্রতিক বিষয়গুলাে জানতে হবে এবং ৬ষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি ভালােভাবে আয়ত্ত করতে হবে। এছাড়া নিয়মিত পত্রিকা পড়া এবং ৬ষ্ঠ শ্রেণির তথ্য ও যােগাযােগ প্রযুক্তি বইটি ভালােভাবে পড়লে এ অংশে ভালাে নম্বর পাওয়া যাবে।
- পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন— গােপাল।
- বাংলাদেশে নৌবাহিনীর স্লোগান- শান্তিতে সংগ্রামে সমুদ্র দুর্জয়।
- প্যারাসুটের সাহায্যে ধ্বংসপ্রাপ্ত বিমান থেকে অবতরণকে বলে—বেল আউট।
- ঢাকার পূর্বনাম- জাহাঙ্গীরনগর।
- বাংলাদেশের বিজয় দিবস—১৬ ডিসেম্বর।
- জাতীয় স্মৃতিসৌধের ভিত্তি প্রস্তর স্থাপন করেন—বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- বাংলাদেশের কুয়েত বলা হয়— খুলনা অঞ্চলকে।
- ইতিহাসের জনক — হেরােডােটাস।
- পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে— মান্দারিন ভাষায়।
- হরপ্পা ও মহেঞ্জোদারােয় প্রাপ্ত সভ্যতা পরিচিত– সিন্ধু সভ্যতা নামে।
- Long Walk to Freedom গ্রন্থের লেখক– নেলসন ম্যান্ডেলা।
- ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন—মুহম্মদ বিন তুঘলক।
- মােবাইল ফোনের জনক— মার্টিন কুপার।
আজ গণিত
১০০ গণিত অংশে অনুশীলন করতে হবে স্বাভাবিক সংখ্যা, অনুপাত ও শতকরা, পূর্ণসংখ্যা, বীজগণিতীয় রাশি, সরল, সমীকরণ, জ্যামিতির মৌলিক ধারণা, ব্যবহারিক জ্যামিতি, তথ্য ও উপাত্ত।
বুদ্ধিমত্তা বিষয়ক অংক
৬ষ্ঠ শ্রেণির গণিত বই থেকে এসব অধ্যায় ভালাে করে শিখতে হবে এবং নিজের বুদ্ধিমত্তা বৃদ্ধি করতে হবে।