জাতিসংঘে ৫০ বছর

জাতিসংঘে ৫০ বছর

২৫ অক্টোবর ২০২১ জাতিসংঘে কমিউনিস্ট চীনের ৫০ বছরপূর্তি হয়। ১৯৭১ সালের এই দিনে জাতিসংঘ সাধারণ পরিষদে আনুষ্ঠানিক স্বীকৃতি পায় People’s Republic of China (PRC)। ২৪ অক্টোবর ১৯৪৫ আনুষ্ঠানিকভাবে যাত্রার সময় এর প্রতিষ্ঠাতা সদস্য ছিল চীন।

একই বছর থেকেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য চীন। তখন চীনের নাম ছিল Republic of China (ROC)। ১ অক্টোবর ১৯৪৯ কমিউনিস্ট বিপ্লবের মধ্য দিয়ে মূলভূমিতে ক্ষমতায় আসে চীনা কমিউনিস্ট পার্টি। চীনের নাম ROC থেকে পরিবর্তন করে রাখা হয় PRC।

আরও পড়ুন :  সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ ৫০টি প্রশ্নোত্তর পর্ব- ০১

অন্যদিকে জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেক সদলবলে। চীনের মূল ভূখণ্ড থেকে পালিয়ে বর্তমান তাইওয়ানে আশ্রয় নেন। তখন থেকে তাইওয়ান ROC নামে জাতিসংঘে চীনের প্রতিনিধিত্ব করতে থাকে। অবশেষে ১৯৭১ সালে ROC-কে বাদ দিয়ে PRC-কে স্বীকৃতি দেয় জাতিসংঘ। ওই বছরের ২৫ অক্টোবর জাতিসংঘ সাধারণ অধিবেশনে PRC হিসেবে চীনের নাম প্রস্তাব করে নামিবিয়া।

আরও পড়ুন :  চশমা এলাে যেভাবে জেনে নিন

Leave a Reply