কারেন্ট অ্যাফেয়ার্স

জানুয়ারিতে যে বিখ্যাত ব্যাক্তিদের জন্ম

মাইকেল মধুসূদন দত্ত

  • ২৫ জানুয়ারি ১৮২৪– ২৯ জুন ১৮৭৩
  • বাংলা সাহিত্যে অমিত্রাক্ষর ছন্দের জনক ও প্রথম সার্থক নাট্যকার
  • জন্মস্থান : যশোরের কেশবপুরের সাগরদাঁড়ি গ্রাম ।
  • শিক্ষা : তদনীন্তন হিন্দু কলেজ (বর্তমানের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়) ও বিশপস কলেজে ।
  • খ্রিষ্টধর্ম গ্রহণ : ৯ ফেব্রুয়ারি ১৮৪৩।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
  • মহাকাব্য : মেঘনাদবধ কাব্য (১৮৬১)।
  • নাটক : শর্মিষ্ঠা (১৮৫৯, বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক), পদ্মাবতী (১৮৬০), কৃষ্ণকুমারী (১৮৬১), হেক্টর বধ (১৮৭১), মায়াকানন (১৮৭৪, শেষ বিয়োগান্তক নাটক)।
  • কাব্যগ্রন্থ: দ্য ক্যাপটিভ লেডি (১৮৪৯, প্রথম প্রকাশিত গ্রন্থ), তিলোত্তমা সম্ভব (১৮৬০), ব্রজাঙ্গনা কাব্য (১৮৬১), বীরাঙ্গনা কাব্য (১৮৬২), চতুর্দশপদী কবিতাবলী (১৮৬৬)।
  • প্রহসন: একেই কি বলে সভ্যতা (১৮৬০), বুড়ো শালিকের ঘাড়ে রোঁ (১৮৬০)।

জসীমউদ্দীন

  • ১ জানুয়ারি ১৯০৩–১৩ মার্চ ১৯৭৬
  • কবি, ঔপন্যাসিক ও গীতিকার ।
  • প্রকৃত নাম: মোহাম্মাদ জসীমউদ্দীন মোল্লা ৷
  • জন্মস্থান : ফরিদপুরের তাম্বুলখানা গ্রাম ৷
  • শিক্ষা : ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে বিএ (১৯২৯) এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্যে এমএ (১৯৩১)।
  • উপাধি : পল্লিকবি ।
  • পুরস্কার : একুশে পদক (১৯৭৬), স্বাধীনতা পুরস্কার (মরণোত্তর, ১৯৭৮)। ১৯৭৪ সালে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হলেও প্রত্যাখ্যান করেন ৷
  • সম্মাননা : ডি-লিট (১৯৬৯, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়)।
[penci_related_posts dis_pview=”no” dis_pdate=”no” title=”এই বিভাগ থেকে আরো পড়ুন” background=”” border=”” thumbright=”no” number=”4″ style=”list” align=”none” withids=”” displayby=”cat” orderby=”rand”]
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
  • কাব্যগ্রন্থ: রাখালী (প্রথম, ১৯২৭), নকশী কাঁথার মাঠ (১৯২৯), বালুচর (১৯৩০), ধানক্ষেত (১৯৩৩), সোজন বাদিয়ার ঘাট (১৯৩৪), সুচয়নী, জলের লেখন ।
  • উপন্যাস : বোবা কাহিনী (১৯৬৪)।
  • নাটক: পদ্মাপার, বেদের মেয়ে (১৯৫১), মধুমালা, পল্লীবধূ, বাঁশের বাঁশি ।
  • স্মৃতিকথা : যাঁদের দেখেছি (১৯৫২), ঠাকুরবাড়ির আঙিনায় (১৯৬১)।
  • ভ্রমণ কাহিনি : চলে মুসাফির, হলদে পরীর দেশে, যে দেশে মানুষ বড় ৷
  • আত্মজীবনী : জীবনকথা (১৯৬৪)।
  • গানের সংকলন : রঙিলা নায়ের মাঝি, গাঙের পাড়, জারি গান, মুর্শীদা গান ।
বিশেষ তথ্য
  • বিশ্ববিদ্যালয় ছাত্র থাকা অবস্থায় তাঁর ‘কবর’ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয় ‘নকশী কাঁথার মাঠ’ কাব্যগ্রন্থটি ই এম মিলফোর্ড কর্তৃক The Field of Embroidered Quilt নামে অনূদিত হয়।
  • ‘সোজন বাদিয়ার ঘাট’ কাব্যগ্রন্থটি ১৯৭০ সালে বারবারা পেইন্টার ও ইয়ান লাভলক কর্তৃক Gipsy Wharf নামে অনূদিত হয় ।

শওকত ওসমান

  • ২ জানুয়ারি ১৯১৭–১৪ মে ১৯৯৮
  • কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, নাট্যকার
  • প্ৰকৃত নাম : শেখ আজিজুর রহমান
  • জন্মস্থান : হুগলি, পশ্চিমবঙ্গ ।
  • শিক্ষা : কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (অর্থনীতি) ও স্নাতকোত্তর (বাংলা) ।
  • পুরস্কার : বাংলা একাডেমি পুরস্কার (১৯৬২), একুশে পদক (১৯৮৩), স্বাধীনতা পুরস্কার (১৯৯৭)।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
  • উপন্যাস: জননী (১৯৫৮, প্রথম), ক্রীতদাসের হাসি (১৯৬২), রাজা উপাখ্যান, জাহান্নম হইতে বিদায় (১৯৭১), দুই সৈনিক, নেকড়ে অরণ্য, আর্তনাদ, রাজপুরুষ।
  • গল্পগ্রন্থ: মনিব ও তাহার কুকুর, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, জন্ম যদি তব বঙ্গে (১৯৭৫), পিঁজরাপোল
  • প্রবন্ধ গ্রন্থ : সংস্কৃতির চড়াই উত্রাই, মুসলিম মানসের রূপান্তর ।
  • নাটক: আমলার মামলা (১৯৪৯), পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা, তস্কর ও লস্কর, কাঁকর মনি
  • শিশুতোষ গ্রন্থ : ওটেন সাহেবের বাংলো, মস্কুইটোফোন।
  • স্মৃতিকথামূলক গ্রন্থ : কালরাত্রি খণ্ডচিত্র, মুজিবনগর (১৯৯৩), অস্তিত্বের সঙ্গে সংলাপ।

সুকুমার সেন

  • ১৬ জানুয়ারি ১৯০১ –৩ মার্চ ১৯৯২
  • ভাষাতাত্ত্বিক
  • জন্মস্থান : কলকাতা।
  • শিক্ষা: বিএ (১৯২১, কলকাতার সংস্কৃত কলেজ) ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক ভাষাতত্ত্বে এমএ (১৯২৩)।
  • পুরস্কার : রবীন্দ্র পুরস্কার (১৯৬৪), যদুনাথ সরকার পদক, আনন্দ পুরস্কার ।
  • উপাধি : রবীন্দ্র তত্ত্বাচার্য। উল্লেখযোগ্য সাহিত্যকর্ম
  • গ্রন্থাবলি: ভাষার ইতিবৃত্ত, বাংলা স্থাননাম, রামকথার প্রাক-ইতিহাস, ভারত-কথার গ্রন্থিমোচন, বাঙ্গালা সাহিত্যের ইতিহাস, বঙ্গভূমিকা, বাংলা নামের উৎপত্তি, ইসলামি বাংলা সাহিত্য, বাঙ্গালা সাহিত্যে গদ্য।
  • আত্মজীবনী : দিনের পরে দিন যে গেল।

লর্ড বায়রন

  • ২২ জানুয়ারি ১৭৮৮– ১৯ এপ্রিল ১৮২৪
  • কবি, রাজনীতিবিদ। ইংরেজি সাহিত্যে রোমান্টিক আন্দোলনের অন্যতম পুরোধা ।
  • পুরো নাম : জর্জ গর্ডন বায়রন।
  • জন্মস্থান : লন্ডন, ইংল্যান্ড ।
  • মৃত্যুস্থান : গ্রিস ।
  • শিক্ষা : কেমব্রিজের ট্রিনিটি কলেজ।

বিশেষ তথ্য

  • পিতামাতা ইংল্যান্ডের অভিজাত পরিবারের সদস্য হওয়ায় বায়রন ১০ বছর বয়সেই ‘লর্ড’উপাধিতে ভূষিত হন।
  • ওসমানীয়দের বিরুদ্ধে গ্রিসের স্বাধীনতার পক্ষে যুদ্ধে (১৮১৯-২৪) অংশ নেওয়ায় দেশটিতে তিনি জাতীয় বীরের মর্যাদাপ্রাপ্ত ।
  • বায়রনের কন্যা অ্যাডা লাভলেসকে প্ৰথম কম্পিউটার প্রোগ্রামারের স্বীকৃতি দেওয়া হয় ।
উল্লেখযোগ্য সাহিত্যকর্ম :
  • Don Juan (১৮১৯-১৮২৪)
  • English Birds and Scotch Reviewers (১৮০৯)
  • The Bride of Abydas, Lara, A Tale, Hebrew Melodies, Child Harold’s Pilgrimage (১৮১৮)
  • The Prisoner of Chillon, Manfred (১৮১৭)
  • Irish Avatar, Heaven and Earth, The Siege of Corinth, Prometheus (১৮১৬)।

জেমস ওয়াট

  • ১৯ জানুয়ারি ১৭৩৬–২৫ আগস্ট ১৮১৯
  • উদ্ভাবক, যন্ত্র প্রকৌশলী ও রসায়নবিদ
  • জন্মস্থান : স্কটল্যান্ড ।
  • উদ্ভাবন : জেমস ওয়াটকে কৃতিত্ব দেওয়া হয় প্ৰথম কার্যকর বাষ্পীয় ইঞ্জিন তৈরির জন্য।
  • মূলত ১৭১২ সালে ইংরেজ প্রকৌশলী ও উদ্ভাবক থমাস
  • নিউকোমেন ‘অ্যাটমোসফেরিক স্টিম ইঞ্জিন’ তৈরি করেন। ওয়াট ১৭৬৫ সালে নিউকোমেনের যন্ত্রটির মধ্যে একটি ত্রুটি খুঁজে পান। সেটি সারাতে গিয়ে নিজেই একটি আলাদা ‘কনডেনসার ’ তৈরি করেন । ১৭৬৯ সালে তিনি এটির পেটেন্ট নেন। উত্তরাধিকার ইউরোপে আঠারো শতকের শিল্প বিপ্লব বিপুল গতি পেয়েছে ওয়াটের মহত্তম উদ্ভাবনের হাত ধরে। ওয়াটের অবদানের স্বীকৃতি দিতে আন্তর্জাতিক একক পদ্ধতিতে (SI) শক্তির এককের নাম রাখা হয়েছে ‘ওয়াট”।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button