শিক্ষা

জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী? রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে?

রিয়াদ ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে ঘরে বসেই প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। রিয়াদের ত্বকের কিছু কোষ ক্ষতিগ্রস্থ হয়েছে। কিন্তু প্রচলিত পদ্ধতিতে অপারেশনে সে প্রচণ্ড ভাবে ভীত।

ক. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী?
খ. রোবোটিক্স প্রযুক্তি মানুষের কাজকে কিভাবে সহজ করেছে?
গ. উদ্দীপকে রিয়াদের অর্থ উপাজনের বিষয়টি বিশ্লেষণ কর।
ঘ. রিয়াদ এখন কিভাবে চিকিৎসা নিয়ে সুস্থ হতে পারে? যৌক্তিকতা বিশ্লেষণ কর ।

ক. কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী DNA খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে ।

খ. রোবট প্রযুক্তি হলো একটি স্বয়ংক্রিয় যন্ত্র যার মধ্যে মানুষের আচরণগত বৈশিষ্ট্য প্রোগ্রাম রয়েছে। রোবট এমন একটি প্রযুক্তি যেখানে মানুষের মতো কঠিন কাজগুলো সহজে করতে পারে। অর্থাৎ কোন কাজটি কীভাবে করতে হবে যা কম্পিউটার নিয়ন্ত্রিত প্রোগ্রামিং-এর মাধ্যমে রোবট যন্ত্রে স্থাপন করা হয়। ফলে বিভিন্ন শিল্পকারখনায় যেসব জিনিসপত্র মানুষের পক্ষে ওঠানামা ও স্থাপনের জন্য কঠিন সেসব ক্ষেত্রে রোবট ব্যবহার করা হয়। বিশেষ করে যানবাহন বা গাড়ি কারখানায় ও খনি থেকে খনিজ পদার্থ উত্তোলনের কাজে রোবট সহজে কাজ করছে।

গ. উদ্দীপকের রিয়াদের অর্থ উপার্জনের বিষয়টি হলো আউটসোর্সিং। অর্থাৎ কোনো প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে কাজ করিয়ে নেওয়া। যারা আউটসোর্সিং করে তাদেরকে বলা হয় ফ্রিল্যান্সার। এ সেক্টরে অর্থ উপার্জনের জন্য যেকোনো একটি বিশেষ প্রোগ্রামের উপর দক্ষ হতে হয় এবং ইন্টারনেট যুক্ত কম্পিউটারে থাকতে হবে।

শুধু তাই নয় ধৈর্য্য ও ইংরেজি জ্ঞান থাকতে হয়। ফলে ফ্রিল্যান্সার বা অনলাইন কর্মীগণ বিশেষ কিছু ওয়েবসাইটের মাধ্যমে যেমন- odesk upwork elance, freelancer প্রবেশ করে বিভিন্ন প্রতিষ্ঠানের তাদের প্রোফাইল সাবমিট করে কাজের অনুসন্ধান করে। এভাবে ঘরে বসে অফিসে সরাসরি উপস্থিত না থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কাজ করে প্রচুর বৈদেশিক মুদ্রা রিয়াদ উপার্জন করছে। যা দেশের নতুন একটি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।

ঘ. রিয়াদ ক্রায়োসার্জারির চিকিৎসা সুবিধা নিয়ে সুস্থ হতে পারে। কেননা রক্তপাতহীন বা অপারেশন ছাড়াই ত্বকের ক্ষতিগ্রস্থ কোষের চিকিৎসা ক্রায়োসার্জারির মাধ্যমে খুব সহজেই করা যায়। যা রোগীকে কোনো ধরনের ধকল বা কষ্ট করতে হবে না। ক্রায়োসার্জারি হচ্ছে এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অতি ঠাণ্ডা অস্বাভাবিক ও অসুস্থ টিস্যু ধ্বংস করে। এক্ষেত্রে তরল নাইট্রোজেন, কার্বন ডাই-অক্সাইড, আর্গন, ও ডাই মিথাইল ইথার-প্রোপেন ব্যবহার হয়।

ফলে অসুস্থ রোগীর ত্বকের কোষকে অতি শীতল তাপমাত্রা প্রয়োগের ফলে ক্ষতিগ্রস্থ ত্বকের কোষকে ধ্বংস করে রক্ত সঞ্চালন ঠিক করে। যার ফলে রোগিকে কোনো ধরনের অস্বস্থি বা ধকল কষ্ট করতে হয় না। এভাবেই ক্রায়োসার্জারির মাধ্যমে খুব সহজেই রিয়াদ চিকিৎসা নিতে পারে।

এই বিভাগ থেকে আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button