দেশের কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সবচেয়ে বেশি?

দেশের কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সবচেয়ে বেশি?

দেশের কোন জেলায় বৃক্ষ আচ্ছাদনের পরিমাণ সবচেয়ে বেশি?
ভুলবাগেরহাট
সঠিকরাঙ্গামাটি

জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রতিটি রাষ্ট্রের মােট ভূখণ্ডের ২৫% বনভূমি রাখতে হবে। জাতিসংঘের বনভূমির সংজ্ঞায় বলা হয়েছে, প্রতি হেক্টর জমিতে ১০% এলাকায় বৃক্ষ থাকতে হবে এবং সেগুলাের উচ্চতা ৫ মিটার হলেই সে এলাকাকে বনভূমি বলা যাবে।

আরও পড়ুন :  ৪৫ তম বিসিএস প্রস্তুতি পর্ব- ০১

এ সংজ্ঞা অনুযায়ী, সেপ্টেম্বর ২০১৯ খাদ্য ও কৃষি সংস্থা (FAO) থেকে প্রকাশিত বিশ্ব পরিসংখ্যান পকেট বুকে বলা হয়, ২০১৭ সালে বাংলাদেশের মােট বনভূমির পরিমাণ ধরা হয় ১০.৯%। আবার ২০১৯ ‘বাংলাদেশের বনভূমি ও বৃক্ষ সম্পদ সমীক্ষা প্রতিবেদন অনুসারে, বাংলাদেশে বন আচ্ছাদিত এলাকার পরিমাণ মােট ভূমির ১২.৮%।

বাংলাদেশ সরকার বনের ভেতরে ও বাইরে বৃক্ষ আচ্ছাদিত এলাকাকে বন এলাকা হিসেবে ধরে গণনা করছে। সেই হিসাবে এখন মােট বৃক্ষ আচ্ছাদিত এলাকার পরিমাণ ২২.৩৭%। আর জেলাভিত্তিক বৃক্ষ আচ্ছাদনে শীর্ষে রাঙ্গামাটি এবং সবচেয়ে কম ঠাকুরগাঁও জেলায়।

আরও পড়ুন :  বিসিএস প্রিলিমিনারী প্রস্তুতির জন্য বাংলাদেশ বিষয়াবলী
অবস্থান শীর্ষ ৫ জেলাসর্বনিম্ন ৫ জেলা
জেলাআচ্ছাদন (বর্গ কি.মি)জেলাআচ্ছাদন (বর্গ কি.মি)
প্রথমরাঙ্গামাটি৪,০১৪.৩৩ঠাকুরগাঁও৩০.৪৯
দ্বিতীয়বান্দরবান৩,৪০৩.৪৬নারায়ণগঞ্জ৪৩.০৯
তৃতীয়বাগেরহাট২,১০১.৫৫মুন্সীগঞ্জ৫০.২১
চতুর্থখাগড়াছড়ি১,৯৮৬.৭৬জয়পুরহাট৬২.৬৭
পঞ্চমখুলনা১,৮০৯.৫১পঞ্চগড়৬৪.৬৯

Leave a Reply