নট হার ফল্ট’র কমওয়ার্ড পুরস্কার
সম্প্রতি বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ১০ম কমওয়ার্ড অনুষ্ঠান আয়ােজন করে। প্রথম আলাে ও দ্য বিগ কনটেন্ট লিমিটেডের উদ্যোগে নির্মিত স্বল্পদৈঘ্য চলচ্চিত্র নট হার ফল্ট’ তিনটি সােনাসহ মােট সাতটি পুরস্কারে ভূষিত হয়।
এখন পর্যন্ত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি অনলাইনে প্রায় ৫০ লাখ বার দেখা হয়েছে। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মাহাথির স্পন্দন।
বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ভাচুয়াল অনুষ্ঠানের মাধ্যমে দেশের সৃজনশীল উদ্যোগগুলােকে সম্মাননা হিসেবে ব্রোঞ্জ, সিলভার, গােল্ড ও এ্যান্ড প্রি- এই ৪টি শ্রেণিতে ২৬টি খাতে সম্মাননা প্রদান করে।