নতুন দুই বীমা কোম্পানি

নতুন দুই বীমা কোম্পানি
৬ মে ২০২১ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (IDRA) নতুন দুটি জীবন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে। বীমা কোম্পানি দুটি হলাে- ‘এনআরবি ইসলামী লাইফ ইস্যুরেন্স লিমিটেড এবং বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন কিবরিয়া গােলাম মােহাম্মদ। আর বীচল্যান্ড ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান হন আকিজ শিল্প গােষ্ঠীর পরিচালক শেখ শামিম উদ্দিন। এ নিয়ে দেশে মােট বীমা কোম্পানির সংখ্যা ৮১টি। এর মধ্যে ৩৫টি জীবন বীমা কোম্পানি এবং ৪৬টি সাধারণ বীমা কোম্পানি।
জীবন বীমা কোম্পানির মধ্যে ১টি সরকারি ও ৩৪টি বেসরকারি এবং সাধারণ বীমা কোম্পানির মধ্যে ১টি সরকারি ও ৪৫টি বেসরকারি বীমা কোম্পানি রয়েছে। উল্লেখ্য, এনআরবি ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড দেশের প্রথম প্রবাসী ইস্যুরেন্স কোম্পানি।