নেইমার

নেইমারের চোটে বিপাকে ব্রাজিল

নেইমারের চোটে বিপাকে ব্রাজিল

বর্তমান সময়ে ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার নেইমার আবারও চোটে পড়েছেন। দীর্ঘ ১৬ মাস পর জাতীয় দলে ফিরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। কিন্তু দুঃসংবাদ, চোটের কারণে এবারও খেলতে পারছেন না এই তারকা ফুটবলার।

আগামী সপ্তাহে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার কথা ছিল নেইমারের। নিজেকে প্রস্তুত করছিলেন, সান্তোসে সময়ও ভালো কাটছিল তার। কিন্তু নতুন করে চোট পাওয়ায় আসন্ন দুই ম্যাচে আর খেলা হচ্ছে না তার।

নেইমারের পরিবর্তে ব্রাজিল দলে সুযোগ পেয়েছেন রিয়াল মাদ্রিদের তরুণ ফরোয়ার্ড এনদ্রিক। এখন দেখার বিষয়, তিনি কতটা নিজেকে প্রমাণ করতে পারেন এবং নেইমারের অভাব পূরণ করতে সক্ষম হন কি না।

নেইমার ব্রাজিলের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে। সেই ম্যাচে চোট পাওয়ার পর দীর্ঘ এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন তিনি। ফলে সৌদি ক্লাব আল হিলাল তার সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহ দেখায়নি। ইউরোপিয়ান ক্লাবগুলোরও আগ্রহ কমেছে তার প্রতি। বাধ্য হয়েই তিনি ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে। তবে সেখানে ৭ ম্যাচ খেলেই আবারও চোটের শিকার হয়েছেন।

দক্ষিণ আমেরিকান বিশ্বকাপ বাছাইপর্বের ১২ রাউন্ড শেষে ব্রাজিল রয়েছে পয়েন্ট তালিকার ৫ নম্বরে। আগামী বৃহস্পতিবার ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৬ মার্চ বুয়েনস এইরেসে আর্জেন্টিনার বিপক্ষে খেলবে দলটি।