অন্যান্য

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নোত্তর

নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন একসাথে নিচে দেওয়া হলো। প্রশ্নগুলো বিভিন্ন বিভিন্ন নির্বাচনী পরীক্ষার প্রশ্ন থেকে সংগ্রহ করা হয়েছে শুধুমাত্র আপনাদের সুবিধার জন্য। আসা করি পিডিএফটি ডাউনলোড করে রাখলে আপনাদের অনেক উপকারে আসবে। তো চলুন নিচের লিঙ্ক থেকে পিডিএফটি ডাউনলোড করে নেওয়া যাক। এরকম আরো পিডিএফ পেতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। পোস্টটি শেয়ার করে আপনার সহযোগীদের পড়ার সুযোগ করে দেন।

প্রশ্ন : মানুষের ভালাে মন্দের নির্দেশনা দান করে
উত্তর : আইন।

প্রশ্ন : মূল্যবােধ প্রতিষ্ঠা করে সমাজের অগ্রগতি ত্বরান্বিত করে
উত্তর : শ্রমের মর্যাদা।

প্রশ্ন : নীতি ও ঔচিত্যবােধের ভিত্তি ভূমি ও বিকাশ ক্ষেত্র
উত্তর : বিবেক ও সমাজ।

প্রশ্ন : বড়দের সম্মান করা, দানশীলতা, শ্রমের মর্যাদা ইত্যাদি
উত্তর : সামাজিক মূল্যবােধ।

প্রশ্ন : মতামত প্রদানের অধিকার ব্যক্তির
উত্তর : আইনগত অধিকার।

প্রশ্ন : ক্ষমতার ভারসাম্য নীতি প্রকৃত কার্যকর
উত্তর : যুক্তরাষ্ট্রে।

প্রশ্ন : রাষ্ট্রে শান্তি ও সুখ্যাতি প্রতিষ্ঠা করে
উত্তর : সহনশীলতা।

প্রশ্ন : রাষ্ট্রে স্থিতিশীলতা ও নিরাপত্তা বিঘ্নিত করে
উত্তর : দুর্নীতি।

প্রশ্ন : নাগরিক অধিকারকে সংরক্ষণ করে
উত্তর : আইনের শাসন।

প্রশ্ন : বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা
উত্তর : সরকারের দায়িত্ব।

প্রশ্ন : স্থানীয় সরকারকে শক্তিশালী করতে দরকার
উত্তর : সুশাসন।

প্রশ্ন : সরকারের কার্যকারিতা নষ্ট হয়
উত্তর : নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে দক্ষতার অভাবে।

প্রশ্ন : পরিবর্তন প্রতিরােধের মানসিকতা প্রকটভাবে পরিলক্ষিত হয়
উত্তর : আমলাদের মধ্যে।

প্রশ্ন : নাগরিক কর্তব্য পালনের শিক্ষা দিয়ে সুশাসনকে ত্বরান্বিত করে
উত্তর : সুশাসন।

প্রশ্ন : সামাজিক ন্যায়বিচার ও শৃঙ্খলাবােধের উন্মেষ ঘটায়
উত্তর : মূল্যবােধ।

প্রশ্ন : শাসন ব্যবস্থায় ই-গভর্নেন্সের ধারণা বাস্তবায়নের মাধ্যমে সুশাসনের যে উপাদানসমূহ বাস্তবায়িত করা হয় সেগুলাে হলাে
উত্তর : স্বচ্ছতা ও জবাবদিহিতা।

প্রশ্ন : মতামত প্রদানের অধিকার ব্যক্তির
উত্তর : আইনগত অধিকার।

প্রশ্ন : মূল্যবােধ সংরক্ষিত হয়
উত্তর : নাগরিকের অংশগ্রহণের দ্বারা।

প্রশ্ন : মানুষের বাহ্যিক ও অভ্যন্তরীণ আচরণকে নিয়ন্ত্রণ করে
উত্তর : মূল্যবােধ।

প্রশ্ন : “সামাজিক মূল্যবােধ হলাে সমাজ জীবনে বাঞ্ছিত ও অবাঞ্ছিত বিষয়ে সমাজবাসীদের সমবেত ঐক্য”
উত্তর : ওলসেন।

প্রশ্ন : রাষ্ট্রীয় শাসন কাঠামাের উন্নতির কৌশল হিসাবে সূচিত হয়েছে
উত্তর : সুশাসন প্রত্যয়টি।

প্রশ্ন : সামগ্রিক শিক্ষার লক্ষ্যেরই একটি অপরিহার্য অঙ্গ হচ্ছে
উত্তর : মূল্যবােধ শিক্ষা।

প্রশ্ন : সরকার ও রাষ্ট্রীয় জনকল্যাণমুখিতা উভয়ই
উত্তর : মূল্যবােধ ও সুশাসনের উপাদান।

প্রশ্ন : রাষ্ট্রনায়কদের মূল্যবােধের অভাব থাকলে কখনাে সম্ভব হয় না
উত্তর : সুশাসন প্রতিষ্ঠা।

প্রশ্ন : “সুশাসন সকলের অংশগ্রহণের মাধ্যমে অর্থপূর্ণ রাজনৈতিক পরিবেশ প্রতিষ্ঠা করে” উক্তিটি
উত্তর : ইউএনডিপির।

প্রশ্ন : নৈতিকতা ও মূল্যবােধের যথার্থ বিকাশ ঘটায়
উত্তর : সুশাসন।

প্রশ্ন : গণতান্ত্রিক মূল্যবােধের চর্চা ছাড়া আশা করা যায়
উত্তর : সুশাসন।

প্রশ্ন : গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষা হলাে
উত্তর : আত্মসংযম।

প্রশ্ন : নাগরিকের অধিকারকে সংরক্ষণ করে না
উত্তর : রাজনৈতিক দল।

প্রশ্ন : সুশাসনের মানদণ্ড
উত্তর : জনগণের সম্মতি ও সন্তুষ্টি।

প্রশ্ন : রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির মুখ্য কারণ
উত্তর : অবনমিত রাজনৈতিক সংস্কৃতি।

প্রশ্ন : বিবাহ সম্পর্কিত ‘এজ অব কনসেন্ট’ আইন পাস হয়
উত্তর : ব্রিটিশ আমলে।

প্রশ্ন : সামাজিক ও ধর্মীয় আদর্শ, মূল্যবােধ ও নৈতিকতার পরিপন্থি হলাে
উত্তর : অপসংস্কৃতি।

প্রশ্ন : নির্বাচন কমিশনের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে
উত্তর : নিরপেক্ষ নির্বাচনের জন্য।

প্রশ্ন : দুর্নীতি বৃদ্ধির পশ্চাতে অনেকাংশে দায়ী
উত্তর : দুর্বল নেতৃত্ব।

প্রশ্ন : উত্তম শাসনতন্ত্র বা শাসনব্যবস্থা হলাে
উত্তর : গণতন্ত্র।

প্রশ্ন : জাতীয় শিশুশ্রম নিরসন নীতি প্রণয়ন করা হয়
উত্তর : ২০১০ সালে।

প্রশ্ন : অধিকতর জনকল্যাণমুখী শাসনই
উত্তর : সুশাসন।

প্রশ্ন : দুর্নীতির সাথে সুশাসনের সম্পর্ক
উত্তর : বিপরীতমুখী।

প্রশ্ন : শাসন বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়
উত্তর : ১ নভেম্বর ২০০৭।

প্রশ্ন : আইনের শাসন না থাকলে থাকে না
উত্তর : গণতন্ত্র।

প্রশ্ন : মানবাধিকারের উৎস ও রক্ষক হলাে
উত্তর : জাতিসংঘ।

প্রশ্ন : সভ্য সমাজের মানদণ্ড হলাে
উত্তর : আইনের শাসন।

প্রশ্ন : ধর্মীয় গোঁড়ামির ফলে সমাজে সৃষ্টি হয়
উত্তর : বিশৃঙ্খলা।

প্রশ্ন : আইনের শাসনের মৌলিক শর্ত
উত্তর : তিনটি।

প্রশ্ন : নাগরিক অধিকারকে সংরক্ষণ করে
উত্তর : আইনের শাসন।

প্রশ্ন : নাগরিকের মর্যাদা বৃদ্ধি করে
উত্তর : গণতান্ত্রিক মূল্যবােধ।

প্রশ্ন : সাংস্কৃতিক মূল্যবােধের উৎস
উত্তর : সামাজিক প্রথা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button