প্রথম প্রাণের উৎপত্তি কবে ও কোথায় হয়?

প্রথম প্রাণের উৎপত্তি কবে ও কোথায় হয়?

পৃথিবী সৃষ্টির পর প্রথমে ছিল অত্যন্ত উত্তপ্ত, সুতরাং তখন প্রাণের উৎপত্তি হওয়া ছিল অসম্ভব। তাই পরবর্তীতে পৃথিবী শীতল হওয়ার পর যখন পানি ভর্তি এলাকার সৃষ্টি হয় তখনই আসে প্রাণের অনুকূল অবস্থা।

 আনুমানিক প্রায় ২০০ কোটি বছর আগে সমুদ্রের পানিতে প্রথম প্রাণের উৎপত্তি হয়। বিজ্ঞানীদের ধারণা, প্রথম প্রাণকণা ছিল সুঁচের আগার মতো খুব ছোট এককণা আঠার মতো। সাগরের পানিতে এগুলো ভেসে বেড়াত। ধীরে ধীরে পানির সেই জীবকণা থেকেই ডাঙায় বিশেষজ্ঞদের ধারণা এইসব ক্ষুদ্রাতিক্ষুদ্র এককোষী প্রাণী থেকেই বর্তমান প্রাণীজগতের সূচনা হয়েছে।

আরও পড়ুন :  প্রথমবারের মতো ‘জিপিএস কিট’

জীবের সৃষ্টি হয়েছে। ঐসব জলজ প্রাণীগুলো ছিল এককোষী জাতীয়। এগুলো নামেই অবশ্য প্রাণী ছিল- আসলে এদের আচরণ ছিল অনেকটা উদ্ভিদের মত । 

বিজ্ঞানীরা বলেন, এইসব এককোষী প্রাণীই কালের বিবর্তনে উন্নত প্রজাতির বহুকোষী প্রাণীতে রূপান্তরিত হয়েছে। এইসব এককোষী প্রাণী থেকে পরবর্তীতে কুড়ি লক্ষেরও বেশি ধরনের জীব সৃষ্টি হয়েছে। এককোষী প্রাণীদের মধ্যে অ্যামিবা জাতীয় প্রাণী এখনও টিকে আছে।

আরও পড়ুন :  বিসিএস প্রস্তুতি সাম্প্রতিক সাধারণ জ্ঞান আন্তর্জাতিক বিষয়াবলী

Leave a Reply