প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উদ্বোধনকৃত বিভিন্ন স্থাপনা / প্রতিষ্ঠানের নাম জানুন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উদ্বোধনকৃত বিভিন্ন স্থাপনা / প্রতিষ্ঠানের নাম জানুন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উদ্বোধনকৃত বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো।যারা যেকোনো চাকুরি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছেন লেখাটি একবার করে পড়ে নিন,আশা করছি উপকৃত হবেন।

১.প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামানুসারে যে দেশে একটি অর্কিডের নামকরণ করা হয়েছে – মালয়েশিয়া।

২.’ শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ‘ যেখানে অবস্থিত – নেত্রকোণা জেলায়।

৩.‘ শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় ‘ স্থাপন করা হবে – খুলনা জেলায়।

আরও পড়ুন :  তথ্য প্রযুক্তি কী? তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে-ব্যাখ্যা করো।

৪.‘ শেখ হাসিনা মেডিকেল কলেজ ‘ যেখানে অবস্থিত – জামালপুর।

৫.’ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট ‘ যেখানে অবস্থিত – পটুয়াখালী জেলায়।

৬.‘ শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক ‘ যেখানে অবস্থিত–যশোর জেলাশহরের বেজপাড়ায় ।

৭.প্রস্তাবিত ‘ শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম ‘ নির্মাণ করা হবে–ঢাকার পূর্বাচল এলাকায় ।

৮.’ শেখ হাসিনা নকশি পল্লী ‘ যেখানে অবস্থিত – জামালপুর জেলায়।

আরও পড়ুন :  সহকারী জজ নিয়োগ প্রস্তুতি | সহকারী জজ নিয়োগ টিপ্স

৯.বাংলাদেশের একমাত্র সাবমেরিন ঘাঁটি – ‘ বিএনএস / বানৌজা শেখ হাসিনা ।

১০.বাংলাদেশের একমাত্র সামরিক প্রতিরক্ষা ঘাঁটি ( বিএনএস শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি ) নির্মিত হচ্ছে- কক্সবাজার জেলার কুতুবদিয়ায়।

Leave a Reply