প্রাথমিক শিক্ষক

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ২য় পর্ব

প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির জন্য বাংলা সাহিত্য ২য় পর্ব

Bengali literature for preparation of primary assistant teacher recruitment examination

প্রশ্ন : বড়ু চণ্ডীদাসের প্রকৃত নাম
উত্তর : অনন্ত বড়ু।

প্রশ্ন : শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের খণ্ড সংখ্যা
উত্তর : ১৩টি।

প্রশ্ন : শূন্যপূরাণে মিশ্রণ ঘটেছে
উত্তর : বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের।

প্রশ্ন : আলাউদ্দিন হােসেন শাহ বিখ্যাত
উত্তর : বাংলা সাহিত্যে পৃষ্ঠপােষকতার জন্য।

প্রশ্ন : মধ্যযুগে বাংলা সাহিত্যের বিকাশে উল্লেখযােগ্য ভূমিকা পালন করেছেন
উত্তর : শ্রীচৈতন্যদেব।

প্রশ্ন : বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন
উত্তর : চর্যাপদ।

প্রশ্ন : চর্যাপদ রচনা শুরু হয়
উত্তর : পাল শাসনামলে।

প্রশ্ন : রাজা লক্ষ্মণ সেনের সভাকবি ছিলেন
উত্তর : হলায়ুধ মিশ্র।

প্রশ্ন : বাংলা সাহিত্যে ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত
উত্তর : মিথিলার কবি বিদ্যাপতি।

প্রশ্ন : ‘গীতগােবিন্দ’ রচিত
উত্তর : সংস্কৃত ভাষায়।

প্রশ্ন : বিজয় গুপ্তের কাব্যের নাম
উত্তর : পদ্মপুরাণ।

প্রশ্ন : মধ্যযুগের একমাত্র নারী কবি চন্দ্রাবতীর পিতার নাম
উত্তর : দ্বিজ বংশীদাস।

প্রশ্ন : মুকুন্দরাম চক্রবর্তীকে ‘কবিকঙ্কণ’ উপাধি দিয়েছেন
উত্তর : রাজা রঘুনাথ রায়।

প্রশ্ন : ‘যেমন তাহার উজ্জ্বলতা তেমন তাহার কারুকার্য’ ভারতচন্দ্র সম্পর্কে উক্তিটি
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুরের।

প্রশ্ন : ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ কাব্য প্রথম মুদ্রিত করেন
উত্তর : গঙ্গাকিশাের ভট্টাচার্য।

প্রশ্ন : ধর্মমঙ্গল ধারার আদিকবি
উত্তর : ময়ূরভট্ট।

প্রশ্ন : ভুরসুট পরগনার পাণ্ডুয়া গ্রামে জন্মগ্রহণ করেন
উত্তর : ভারতচন্দ্র রায়গুণাকর।

প্রশ্ন : ‘মনসা বিজয়’ কাব্যের রচয়িতা
উত্তর : বিপ্রদাস পিপিলাই।

প্রশ্ন : বাংলায় কৃত্তিবাসকে ‘রামায়ণ’ অনুবাদের অনুরােধ জানান
উত্তর : জালালউদ্দিন মুহম্মদ শাহ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম গ্রন্থ
উত্তর : বঙ্গভাষা ও সাহিত্য।

প্রশ্ন : জসীমউদদীনের ‘চলে মুসাফির’ গ্রন্থটি একটি
উত্তর : ভ্রমণকাহিনি।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতাটি প্রথম প্রকাশিত হয়
উত্তর : বিজলী পত্রিকায়।

প্রশ্ন : ‘আমি কিংবদন্তির কথা বলছি’ কবিতাটির রচয়িতা
উত্তর : আবু জাফর ওবায়দুল্লাহ।

প্রশ্ন : রৈবতক, কুরুক্ষেত্র, প্রভাস’ এই ত্রয়ী কাব্যের রচয়িতা
উত্তর : নবীনচন্দ্র সেন।

প্রশ্ন : মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদ বধ’ কাব্যটি মূলত
উত্তর : বীররসের কাব্য।

প্রশ্ন : ‘মিলির হাতে স্টেনগান’ গল্পগ্রন্থটির রচয়িতা
উত্তর : আখতারুজ্জামান ইলিয়াস।

প্রশ্ন : ‘নাম রেখেছি কোমল গান্ধার’ কাব্যটির রচয়িতা
উত্তর : বিষ্ণু দে।

প্রশ্ন : ‘চিরকুমার সভা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত
উত্তর : একটি প্রহসন।

প্রশ্ন : জন গলস ওয়ার্দির ‘The Silver Box’ অবলম্বনে মুনীর চৌধুরী অনুবাদ করেন
উত্তর : ‘রূপার কৌটা’ নাটক।

প্রশ্ন : ‘বেনের মেয়ে’ উপন্যাসটির রচয়িতা
উত্তর : হরপ্রসাদ শাস্ত্রী।

প্রশ্ন : ‘ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়’ গানটির রচয়িতা
উত্তর : আব্দুল লতিফ।

প্রশ্ন : দীনবন্ধু মিত্রের বিখ্যাত নাটক ‘নীলদর্পণ’ প্রকাশ করেন
উত্তর : কস্যচিৎ পথিকস্য’ ছদ্মনামে।

প্রশ্ন : ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্রটির পরিচালক
উত্তর : জহির রায়হান।

প্রশ্ন : বেগম রােকেয়া জন্মগ্রহণ করেন
উত্তর : ১৮৮০ সালে।

প্রশ্ন : বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা
উত্তর : বেগম রােকেয়া সাখাওয়াত হােসেন।

প্রশ্ন : বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ
উত্তর : কৃপার শাস্ত্রের অর্থভেদ।

প্রশ্ন : শওকত ওসমান আদমজী পুরস্কার লাভ করেন
উত্তর : ‘ক্রীতদাসের হাসি’ উপন্যাসের জন্যে।

প্রশ্ন : ‘আজ রবিবার’ নাটকটির রচয়িতা
উত্তর : হুমায়ন আহমেদ।

প্রশ্ন : বাংলা কবিতায় মুক্তক ছন্দের প্রবর্তক
উত্তর : কাজী নজরুল ইসলাম।

প্রশ্ন : ‘বখতিয়ারের ঘােড়া’ কাব্যগ্রন্থের লেখক
উত্তর : আল মাহমুদ।

প্রশ্ন : বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা
উত্তর : ছােটগল্প।

প্রশ্ন : কাজী নজরুল ইসলামের ‘যৌবনের গান’ প্রবন্ধ মূলত
উত্তর : উদ্দীপনামূলক রচনা ।

প্রশ্ন : ‘ঘরে বাইরে’ উপন্যাসের মূল উপজীব্য
উত্তর : ব্রিটিশ ভারতের রাজনীতি।

প্রশ্ন : ‘আমার পূর্ব বাংলা’ কবিতায় প্রকাশ পেয়েছে
উত্তর : স্বদেশচেতনা।

প্রশ্ন : মীর মশাররফ হােসেনের জন্মস্থান
উত্তর : লাহিনীপাড়া, কুষ্টিয়া।

প্রশ্ন : ‘অপরাজিত’ উপন্যাসের লেখক
উত্তর : বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন : ‘চাঁদের অমাবস্যা’, ‘কাঁদো নদী কাঁদো’ উপন্যাস দুটি মূলত
উত্তর : মনঃসমীক্ষণমূলক উপন্যাস।

প্রশ্ন : বেগম সুফিয়া কামালকে বলা হয়
উত্তর : জননী সাহসিকা।

প্রশ্ন : ‘পদ্মানদীর মাঝি’ ধারাবাহিকভাবে প্রকাশিত হয়
উত্তর : পূর্বাশা পত্রিকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button